অর্থমন্ত্রীকে নিয়ে সৌগত রায়ের আপত্তিকর মন্তব্যে উত্তাল সংসদ, নিঃশর্ত ক্ষমা দাবি বিজেপি’র

অর্থমন্ত্রীকে নিয়ে সৌগত রায়ের আপত্তিকর মন্তব্যে উত্তাল সংসদ, নিঃশর্ত ক্ষমা দাবি বিজেপি’র

নয়াদিল্লি: বাদল অধিবেশনের প্রথম দিনেই ব্যক্তিগত আক্রমণে উত্তপ্ত সংসদ৷ সরকারি নীতির বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্যে করে বসেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ যার জেড়ে তোলপাড় অধিবেশন৷ এই মন্তব্যের জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী৷ দমদমের সাংসদের এই মন্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- নিজেদের জীবন নিজেরাই বাঁচান, কারণ ময়ূর নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী: রাহুল

এদিন ব্যাঙ্কিং রেগুলেশন সংশোধনী বিল নিয়ে বিবৃতি দেওয়ার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ  সম্পর্কে লোকসভায় বেফাঁস মন্তব্য করেন সৌগত রায়৷ দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করে বসেন তিনি৷ একাধিক সদস্য তাঁর এই মন্তব্যে ঘোরতর আপত্তি জানান৷ স্পিকার ওম বিড়লা জানান, এই মন্তব্যটি মুছে দেওয়া হবে৷ অন্যদিকে, এই বিলের সমর্থনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘অন্যান্য বিষয়ে মন্তব্য করার বদলে যদি সৌগত রায় শুনতে পেতেন তাহলে ভালো হতো৷’’ 

সৌগত রায়ের ওই মন্তব্য নারী জাতির অপমান বলে দাবি তুলেছেন শাসক দলের সাংসদরা৷ প্রহ্লাদ জোশী বলেন, ‘‘ব্যক্তিগত বেশভূষা নিয়ে একজন বর্ষীয়ান সাংসদ এ কী ধরনের কথা বলছেন? তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷ এ ধরনের মন্তব্য সমগ্র মহিলা জাতির কাছে অপমান৷’’ যদিও সৌগত রায়ের মতে, কোনও অসাংবিধানিক মন্তব্য করেননি তিনি৷ 

আরও পড়ুন- জরুরি তথ্য: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নতুন খাদ্যতালিকা স্বাস্থ্য মন্ত্রকের

সংসদীয় সূত্রের খবর, ২৩টি বিল এ বার অধিবেশনে পেশ করার জন্য তালিকাভুক্ত হয়েছে। তার মধ্যে ১৮ টি বিল পাশ করানোর জন্য রাখা হয়েছে। করোনা আবহে একাধিক সতর্কতা মেনে শুরু হয়েছে সংসদের  অধিবেশন৷ সংক্রমণ এড়াতে গোটা অধিবেশনে কাগজের ব্যবহার যতটা কম করা যায়, তার জন্য বেশির ভাগ নথিই ডিজিটাল মাধ্যমে রাখা হচ্ছে। সাংসদেরা দু’টি কক্ষেই ছড়িয়ে-ছিটিয়ে বসবেন সাংসদরা। দু’টি আলাদা আলাদা সময়ে রাজ্যসভা এবং লোকসভা হবে। সাংসদেরা দু’টি কক্ষেই থাকবেন। এমনকি বেশ কিছু সাংসদকে বসানো হবে দর্শক গ্যালারিতেও৷ এবার ক্যান্টিনে রান্না বন্ধ রাখা হবে। এর পরিবর্তে প্যাকেটে ড্রাই ফুড সরবরাহ করা হবে সাংসদদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *