নিজেদের জীবন নিজেরাই বাঁচান, কারণ ময়ূর নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী: রাহুল

নিজেদের জীবন নিজেরাই বাঁচান, কারণ ময়ূর নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী: রাহুল

 

নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি নিয়ে লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ এদিনও তার  ব্যতিক্রম ঘটল না৷ সংসদের বাদল অধিবেশন শুরুর দিনও করোনা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন তিনি৷ কটাক্ষ করে সোনিয়া তনয় বলেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে নিজেদের প্রাণ নিজেদেরই বাঁচাতে হবে৷ কারণ আপাতত ময়ূর নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী৷ 

আরও পড়ুন- সেনার পাশে থাকার বার্তা দেবে সংসদ, অধিবেশন শুরুর আগে আশাবাদী মোদী

সোমবার সকালে কেরলের ওয়ানাডের ৫০ বছরের সাংসদ হিন্দিতে টুইট করে রাহুল বলেন, ‘‘ চলতি সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে৷ সক্রিয় রোগীর সংখ্যা ১০ লক্ষের গণ্ডি টপকে যাবে৷ একজন মানুষের অহঙ্কার দেশে অপরিকল্পিত লকডাউন উপহার দিয়েছে৷ যার ফলে সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে৷ মোদী সরকার ‘আত্মনির্ভর’ হওয়ার কথা বলছে৷ এর অর্থ আপনারা নিজেদের প্রাণ নিজেরা বাঁচান৷ কারণ প্রধানমন্ত্রী এখন ময়ূর নিয়ে ব্যস্ত আছেন৷ 

একটি টুইটের মধ্যে দিয়েই দেশের করোনা সংক্রমণের লাগামহীন বৃদ্ধি ও পরিকল্পনাহীন ভাবে লকাউন করার অভিযোগ এনেছেন রাহুল৷ এদিন প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি ভিডিয়োও শেয়ার করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷ গত মাসে এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন নমো৷ সঙ্গে একটি হিন্দি কবিতাও শেয়ার করেছিলেন তিনি৷ ওই ভিডিয়োটিতে দেখা যায় লোক কল্যাণ মার্গের বাসভবনে ময়ূরদের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল বেলার অনুশীলনের পাশাপাশি একটি ময়ূরকে দানা খাওয়াতেও দেখা যায় তাঁকে৷ সেই প্রসঙ্গ টেনেই এদিন মোদীকে বিঁধলেন রাহুল৷ 

আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হলেও উপস্থিত থাকতে পারছেন না রাহুল গান্ধী৷ তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রা সোনিয়া গান্ধীকে চিকিৎসা করাতে বিদেশ গিয়েছেন তিনি৷ এর ফাঁকেও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে তোগ দাগতে ছাড়েননি কংগ্রেস সাংসদ৷ 

আরও পড়ুন- দিল্লি হিংসা মামলায় ইউএপিএ আইনে গ্রেফতার JNU-র ছাত্রনেতা উমর খালিদ

রাহুলের টুইটের বদলে অবশ্য চুপ থাকেনি কেন্দ্রও৷ পাল্টা জবাব দিয়েছে তারা৷ রাহুল গান্ধীর টুইট নিয়ে রসিকতা করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ তিনি বলেন, ‘‘রোজকার ভিত্তিতে টুইট করেন রাহুল গান্ধী৷ যা দেখে মনে হচ্ছে কংগ্রেস দলটা টুইটের দলে পরিণত হয়েছে। মানুষের জন্য তাঁরা কাজ করে না৷ তাঁরা একের পর এক নেতাকে হারাচ্ছে৷ মানুষের মধ্যে গিয়ে তাঁদের জন্য কাজ করার বদলে ঘরে বসে সরকারের বিরুদ্ধে টুইট করছেন। একটা হতাশগ্রস্ত দল সরকারের কাজে সবসময় অসুবিধা করার চেষ্টা করে চলেছে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =