সেনার পাশে থাকার বার্তা দেবে সংসদ, অধিবেশন শুরুর আগে আশাবাদী মোদী

সেনার পাশে থাকার বার্তা দেবে সংসদ, অধিবেশন শুরুর আগে আশাবাদী মোদী

 

নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ সংসদের অধিবেশন শুরুর আগেই সীমান্ত পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, ‘‘আশা করব সংসদ এবং সংসদের প্রত্যেক সদস্য ঐক্যবদ্ধভাবে একটাই বার্তা দেবে যে, সারা দেশ ভারতীয় সেনার পাশে আছে৷’’ 

প্রধানমন্ত্রী আরও বলেন,  ‘‘মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাদের সেনা অত্যন্ত সাহস, আবেগ আর দৃঢ় সংকল্প নিয়ে সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। কিছু দিনের মধ্যেই দুর্গম পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হবে, পরিস্থিতি আরও সঙ্গিন হয়ে উঠবে। আমি নিশ্চিত এই অবস্থায় সমগ্র সংসদ একই সুরে এই বার্তা পৌঁছে দেবে যে, আমরা সবাই সেনার পাশে রয়েছি৷’’  

আরও পড়ুন- এ যেন আর এক দশরথ মাঝি, গ্রামের সুবিধার্থে জলাশয় খনন করলেন ব্যক্তি

গত মে মাস থেকেই পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে৷  গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হন ২০ ভারতীয় জওয়ান৷ এরপর সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে৷ সীমান্ত থেকে সেনা সরানোর পক্ষেও ঐক্যমত হয় দুই দেশ৷ কিন্তু গত দু’সপ্তাহে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে প্যাংগং লেক এলাকায়৷ অন্তত চার বার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছে লাল ফৌজ৷ যদিও প্রতিবারই চিনা আগ্রাসনের রুখে দিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘আশা করি সংসদ ঐক্যবদ্ধ হয়ে এই বার্তা দেবে যে, দেশবাসী আমাদের সেনা জওয়ানদের পাশে আছে।’’ আজ থেকে শুরু হচ্ছে ১৮ দিনের বাদল অধিবেশন৷ চলবে ১ অক্টোবর পর্যন্ত৷ নিশ্চিতভাবেই সংসদের আলোচনায় উঠে আসবে সীমান্ত প্রসঙ্গ৷ তবে সংসদ শুরুর আগেই  পূর্ব লাদাখ ও করোনা ইস্যুতে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন- অবশেষে ছুটি পেলেন অমিত শাহ, চিকিৎসা করাতে বিদেশে সোনিয়া-রাহুল

এদিন নমো বলেন, করোনাও রয়েছে৷ কর্তব্যও রয়েছে৷ সাংসদরা কর্তব্যের পথ বেছে নিয়েছেন৷ এর জন্য সকল সাংসদকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি৷ করোনা পরিস্থিতির জন্য সংসদ অধিবেশনে বেশ কিছু বদল আনা হয়েছে৷ প্রথম দিন বাদে অন্য দিনগুলিতে প্রথমার্ধে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথমে রাজ্য সভার অধিবেশন হবে। দ্বিতীয়ার্ধে বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে লোকসভার অধিবেশন। এবার থাকছে না প্রশ্নোত্তর পর্ব৷ জিরো আওয়ারের সময়ও কমানো হয়েছে৷ শনিবার ও রবিবার বসবে না অধিবেশন৷ 

করোনা প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী আরও একবার বলেন, যতদিন ওষুধ নয়, ততদিন কোনও শিথিলতা নয়৷ যতদিন না টিকা আবিষ্কার হচ্ছে সকলকে সতর্ক থাকতে হবে৷ মাস্ক ও দু’গজের দূরত্ব মেনে চলতে হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =