নয়াদিল্লি: অবশেষে কাটল উদ্বেগ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার গভীর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে৷ চিকিৎসার পর এখন তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে৷ সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে তাঁকে আরও এক দফায় সম্পূর্ণ মেডিক্যাল চেকআপ করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর৷
অন্যদিকে, মেডিক্যাল চেকআপের জন্য করোনা আবহে বিদেশে গেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ মায়ের সঙ্গে বিদেশে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ দলের পক্ষ থেকে ট্যুইটে একথা জানানো হয়েছে৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি রুটিন চেক আপের জন্য বিদেশে যাচ্ছেন বলে জানানো হয়েছে৷ করোনার কারণে এতদিন তাঁরা যেতে পারেননি৷ মায়ের দেখভালে বিদেশে যাচ্ছে রাহুল গান্ধী নিজেও৷ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ তার আগে কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্বের বিদেশে সফর৷ ফলে, অধিবেশনে সোনিয়া ও রাহুল যোগ দিতে পারবেন না৷ তবে তাঁরা কবে ফিরবেন সে বিষয়ে কংগ্রেসের তরফ থেকে কিছু জানানো হয়নি৷
করোনা গ্রাসে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু'সপ্তাহ আগেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শনিবার রাতে ফের করোনা পরবর্তী চিকিৎসার জন্যে ভর্তি হলেন দিল্লির এইমস হাসপাতালে। গত ২ আগস্ট তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নিয়ে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শনিবার রাত ১১ টা নাগাদ অমিত শাহকে ফের ভর্তি করা হয় হাসপাতালে।
উপসর্গ দেখা দেওয়াতে সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করিয়েছিলেন শাহ। রিপোর্ট পজিটিভ আসলেও শরীরে তেমন কোনও অসুবিধা ছিল না বলেই জানিয়েছিলেন। কিন্তু তবুও চিকিৎসকদের পরামর্শে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তিনি তারপর বলেছিলেন, গত কয়েকদিনে যে যে ব্যক্তি তাঁ সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করাতে। পাশপাশি তাঁদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হাসপাতালে ভর্তি থাকার সময় গুজব ছড়িয়েছিল, তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু শেষ পর্যন্ত গত ১৪ আগস্ট অমিত শাহ'কে হাসপাতাল তরফে ছুটি দেওয়া হয়। সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। এরপর তিনি হোম আইসোলেশনেই থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এর ঠিক ৩ দিন পর ফের তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। করোনা রিপোর্ট পজিটিভ এলেও তিনি ক্লান্তি বোশ করছিলেন। ফলে করোনা পরবর্তী চিকিৎসার জন্যে আবারও যেতে হয়েছিল হাসপাতালে। টানা ১৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর গত ৩১ আগস্ট তাঁকে ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয় ফের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তিনি সুস্থ রয়েছেন।
৩১ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরদিন নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে যোগদান করেছিলেন। কিন্তু গতকাল রাত ১১টা নাগাদ ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছু শারীরিক সমস্যা ফের দেখা দিয়েছে অমিত শাহের। -ফাইল ছবি৷