বৃদ্ধ দম্পতির চোখের জলে আবেগতাড়িত নেটিজেনরা, হাসি ফেরাতে দোকানে উপচে পড়ল ভিড়

বৃদ্ধ দম্পতির চোখের জলে আবেগতাড়িত নেটিজেনরা, হাসি ফেরাতে দোকানে উপচে পড়ল ভিড়

f1030d11fb45b9f53eacd341b47b55c4

নয়াদিল্লি: জীবন যেন থমকে গিয়েছে তাঁদের৷ ছোট্ট একটি দোকানে খাবার বেচেই এতদিন চলত সংসার৷ কিন্তু এখন উপার্জন প্রায় বন্ধ৷ খদ্দেরই নেই৷ বেঁচে থাকাই দায় হয়ে উঠেছে৷ এই কষ্ট সহ্য করতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলল বৃদ্ধ দম্পতি৷ যা দেখে আবেগে বিহ্বল নেটিজেনরা৷ দিলেন পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি৷ ওই ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন- TRP রেটিং কেলেঙ্কারির পর্দাফাঁস! গ্রেফতার ২টি চ্যানেলের মালিক, রিপাবলিক টিভিকে তলব

দিল্লির মালব্য নগরে হনুমান মন্দিরের সামনে দু’জনে মিলেই দোকান চালান ওই দম্পতি৷ তাঁদের দোকানের নাম ‘বাবা কা ধাবা’৷ এক সময় বেশ ভালোই চলত তাঁদের এই খাবার দোকান৷ কিন্তু করোনা পরিস্থিতি বদলে দিয়েছে সবকিছু৷ আজ আর খাবার প্রায় বিক্রি হয় না৷ উপার্জন বলতে গেলে কিছুই নেই৷ এই অসহায় অবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ওই প্রৌঢ়৷ এর পরই ওই বৃদ্ধ দম্পতির ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন গৌরব ওয়াসন নামে এক ব্যক্তি৷ ওই ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘‘৮০ বছরের এই বৃদ্ধ দম্পতি সেরা মটর পনির বিক্রি করে৷ ওনার আমাদের সাহায্যের প্রয়োজন আছে৷’’

54577c2562bb6cf63eb842654cd54fa5

ভিডিয়োর শুরুতেই দেখা যায় এক বৃদ্ধ চোখের জল ফেলছে৷ কথা বলে জানা গেল তাঁর নাম কান্তা প্রসাদ৷ অত্যন্ত কষ্ট করে দিন কাটছে তাঁদের৷ ঠিক মতো খাবার বিক্রি হয় না৷ ১৯৮৮ সাল থেকে এখানেই কাজ করছেন তাঁরা৷ ভাত, ডাল, রুটি, সবজি বিক্রি করেন ওই দম্পতি৷ ওই ভিডিয়োটিতে কান্তা প্রসাদের স্ত্রীকে দেখা যায় তিনি রুটি তৈরি করছেন৷ এখন পরিস্থিতি এমনই যে ৭৫০ গ্রাম চাল, আধা কিলো ডালও  ঠিক মতো বিক্রি হয় না৷ তাঁরা হাফ প্লেট ডালের দাম রেখেছেন মাত্র ৩০ টাকা৷ 

আরও পড়ুন- “নির্যাতিতা বন্ধু ছিল”! তদন্তকারী কর্তাদের চিঠি হাথরসের অভিযুক্তের, সমর্থন বাকি ৩ জনের

20409a220e63558a43fa680c0d84222a

যখন তাঁকে প্রশ্ন করা হয়, দিনে কত টাকা উপার্জন করেন? তখন ড্রয়ার খুলে কয়েকটা ১০ টাকার নোট বার করে আনেন কান্তা প্রসাদ৷ তাঁদের এই দৃশ্য টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে৷ ১৬.৮ লক্ষ ভিউ হয়েছে৷ বহু মানুষ তাঁদের সম্পর্কে জানতে চেয়েছেন, যাতে তাঁদের সাহায্য করতে পারেন৷ এমনকী এই ভিডিয়োটি বলিউড তারকা সোনম কাপুর এবং ক্রিকেটার আর অশ্বিনেরও নজর কেড়েছে৷ বৃহস্পতিবার আপ বিধায়ক সোমনাথ ভারতী ‘বাবা কা ধাবা’য় গিয়ে এই বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা করেন৷ তাঁদের সাহায্যের প্রতিশ্রুতিও দেন তিনি৷ এই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁদের দোকান উপচে পড়েছে ভিড়৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *