TRP রেটিং কেলেঙ্কারির পর্দাফাঁস! গ্রেফতার ২টি চ্যানেলের মালিক, রিপাবলিক টিভিকে তলব

TRP রেটিং কেলেঙ্কারির পর্দাফাঁস! গ্রেফতার ২টি চ্যানেলের মালিক, রিপাবলিক টিভিকে তলব

1f56dac5ead8acfc4175e9f72cedf0a3

মুম্বই:  চ্যানেলের টিআরপি রেটিং নিয়ে কারসাজির অভিযোগ, দুটি চ্যানেলের মালিককে গ্রেফতার করার পাশাপাশি রিপাবলিক টিভি ডিরেক্টরদের শমন পাঠাবে মুম্বই পুলিশ। বৃহস্পতিবার, মুম্বই পুলিশের তরফে এমন খবর জানানো হয়েছে। বলা হয়েছে, ইতিমধ্যেই রিপাবলিক টিভি প্রোমোটার এবং ডিরেক্টরদের শমন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা নিজেদের এলাকার একাধিক বাসিন্দাদের নির্দিষ্ট খবরের চ্যানেল চালিয়ে রাখতে ঘুষ দিত, এমনকি তারা বাড়িতে না থাকলেও ওই চ্যানেল টিভিতে চালিয়ে রাখতে বলত৷ এর জন্য মোটা টাকা ঘুষ দেওয়া হত বলে জানা গিয়েছে৷ মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের আদালতে তোলার  পর পুলিশি হেফাজত দেওয়া হয়েছে৷ একজনের কাছ থেকে ২০ লক্ষ টাকা এবং অন্য জনের কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ তাঁদের ব্যাংক লকারে এই টাকা রাখা ছিল৷

জানানো হয়েছে, রিপাবলিক টিভিকে শমন পাঠানো ছাড়াও যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা দুটি মারাঠি চ্যানেল ফাক্ত মারাঠি ও বক্স সিনেমা চ্যানেলের মালিক৷ ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ও‌ ৪২০ ধারায় গ্রেফতার করা হয়েছে তাঁদের।

 

মুম্বই পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছে রিপাবলিক টিভি কর্তৃপক্ষ৷ বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, মুম্বই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। এক্ষেত্রে নিজের বক্তব্য পেশ করেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী। তিনি স্পষ্ট জানান, মুম্বই পুলিশ তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা একেবারেই ভিত্তিহীন। এর ফলে তাদের রেপুটেশন নষ্ট হয়েছে, যার কারণে তারা মুম্বই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করবে। একইসঙ্গে, রিপাবলিক টিভি কর্তৃপক্ষের কাছে মুম্বই পুলিশকে ক্ষমা চাইতে বলা হয়েছে।

প্রসঙ্গত, টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট কোন চ্যানেল বা অনুষ্ঠানের জনপ্রিয়তা নির্ধারণ করে। কোন চ্যানেল কত মানুষ দেখছেন বা কোন অনুষ্ঠান সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে তা নির্ধারণ করে এই রেটিং৷ এই রেটিংয়ের উপর ভিত্তিতে করে ওই চ্যানেলের বিজ্ঞাপন নির্ধারিত হয়৷ প্রায় ৩২ হাজার কোটি টাকার বিজ্ঞাপন লেনদেন হয় এই রেটিংয়ের মাধ্যমে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *