অক্সিজেন সঙ্কটে রাজধানী, হরিয়ানা-উত্তরপ্রদেশে’র ‘জঙ্গল রাজ’কেই দুষল দিল্লি

অক্সিজেন সঙ্কটে রাজধানী, হরিয়ানা-উত্তরপ্রদেশে’র ‘জঙ্গল রাজ’কেই দুষল দিল্লি

নয়াদিল্লি:  বাংলা জুড়ে চলছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব৷ অন্যদিকে, গোটা দেশে চোখ রাঙাচ্ছে করোনা৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়েও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র৷ পাশাপাশি পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজধানী দিল্লিতে৷ এরই মধ্যে দেখা দিল অক্সিজেনের আকাল৷ 

আরও পড়ুন- প্রতি মিনিটে করোনা আক্রান্ত ২১৯ জন! দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড ভারতের

এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানান, দিল্লির বেশ কিছু হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে৷ কয়েকটি হাসপাতালে  একেবারেই অক্সিজেনের জোগান নেই৷ সকাল থেকে তাঁর কাছে বিভিন্ন হাসপাতাল থেকে এই মর্মে একাধিক মেসেজ ও ইমেল এসেছে৷ অন্যান্য হাসপাতাল থেকে নিয়ে এই হাসপাকালগুলিতে কিছু অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে৷ এদিকে, আদ সকালে টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে কথা বলেছি৷ হরিয়ানা থেকে দিল্লিতে যাতে অক্সিজেন ট্রাক এসে পৌঁছতে পারে, সেই বন্দোবস্ত করার জন্য আবেদন জানানো হয়েছে৷ উনি সাহায্যের আশ্বাস দিয়েছেন৷’’ 

আরও পড়ুন- টিকা-অক্সিজেনের সমস্যায় জর্জরিত দেশ, হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

অভিযোগ, দিল্লিতে অক্সিজেনের এই হাহাকারের জন্য মূলত দায়ী হরিয়ানা ও উত্তরপ্রদেশের ‘জঙ্গল রাজ’৷ এই দুই রাজ্যের সরকার, তাদের অফিসার ও পলিশ সে রাজ্যের অক্সিজেন প্লান্ট থেকে দিল্লিতে অক্সিজেন সরবরাহ করতে দিচ্ছে না৷ এই বিষয়ে দুই রাজ্যের সঙ্গে কথা হয়েছে৷ তবে বাস্তবে পরিস্থিতি বিশেষ পরিবর্তন হয়নি বলেই জানান মনীষ সিসোদিয়া৷  তিনি বলেন, গতকাল কেন্দ্রীয় সরকার দিল্লি ও অন্যান্য রাজ্যের জন্য যখন বরাদ্দ বাড়াল, তখন হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকার এমন ব্যবহার করছে কেন? মনে হচ্ছে দিল্লির সঙ্গে তাদের কোনও বিবাদ রয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =