প্রতি মিনিটে করোনা আক্রান্ত ২১৯ জন! দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড ভারতের

প্রতি মিনিটে করোনা আক্রান্ত ২১৯ জন! দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড ভারতের

 

নয়াদিল্লি: বাংলায় চলছে ষষ্ঠ দফার নির্বাচন৷ বাংলা ভোটের উৎসবের আবহে করোনা সংক্রমণে নয়া রেকর্ড গড়ল ভারত৷ প্রতি মিনিটে করোনা আক্রান্ত হচ্ছেন ২১৯ জন৷ প্রতি সেকেন্ডে ৪ জন সংক্রমিত হচ্ছেন৷ আজ করোনা সংক্রমণের হিসাবে সর্বকালের রেকর্ড গড়ল ভারত৷ এই প্রথম একদিনে করোনা আক্রান্ত ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসাবে সর্বাধিক৷

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন৷ মৃত্যু হয়েছে  ২ হাজার ১০৪ জনের৷ করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন৷ এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫টি নমুনা৷ এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৮৮০ জন৷ এখনও পর্যন্ত ১ লক্ষ ৮৪ হাজার ৬৫৭ জনের মৃত্যু হয়েছে৷ সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮ জন৷ এখনও পর্যন্ত ১৩ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার ৬৪৪ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে৷

দেশের পাশাপাশি হু হু করে বাংলায় বাড়ছে সংক্রমণ৷ শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১০,৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের! সবচেয়ে ভয়াবহ ব্যাপার, সুস্থতার হার কমতে কমতে ৯০ শতাংশের নিচে নেমে গিয়ে দাঁড়িয়েছে ৮৯.২৩ শতাংশে।

তথ্য বলছে, সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে শহর কলকাতা যেখানে একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন ২,৫৬৮ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা যেখানে গত একদিনে ভাইরাস আক্রান্তের সংখ্যা ২,১৪৯ জন। পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান এবং হুগলির সংক্রমণ। আশঙ্কা বাড়াচ্ছে বীরভূম, পূর্ব মেদিনীপুর সহ আরো বেশ কয়েকটি জেলা। এইসব কয়টি জেলার সংক্রমণ ৫০০ জনের ওপরে।   এখনো পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬, ৮৮, ৯৫৬ জন। মোট মৃত্যুর সংখ্যা ১০, ৭১০ জন। ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬, ১৪, ৭৫০ জন যার মধ্যে গত ২৪  ঘন্টায় ফিরেছেন ৫, ৬১৬ জন। এই মুহূর্তে রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ৬৩, ৪৯৬ জন। এদিকে, ষষ্ঠ দফা ভোটের আগেই করোনা ভাইরাস আক্রান্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি নিজেই জানিয়েছেন এ কথা। তবে তিনি ভার্চুয়াল প্রচার করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + sixteen =