নয়াদিল্লি: গত জানুয়ারি মাস থেকেই টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেশে। তবে এখন করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের তোলপাড় গোটা দেশ। ঠিক এই সময়ে অক্সিজেনের আকাল পড়েছে ভারতে এবং বিরোধীদের অভিযোগ অপর্যাপ্ত টিকা রয়েছে দেশে। এই প্রেক্ষিতে পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়ে এই ইস্যুতে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে একটি নির্দিষ্ট জাতীয় পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন, টিকাকরণ এবং অক্সিজেনের ব্যাপারে এটি জাতীয় পরিকল্পনা দেখতে চাইছেন তিনি। মূলত চারটি বিষয়ে নজর দিতে চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেগুলি হল, অক্সিজেন সরবরাহ, ওষুধ সরবরাহ, টিকাকরণ পদ্ধতি এবং টিকাকরণ পরিকল্পনা। অক্সিজেনের অবস্থা সম্পর্কে বর্ণনা দিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আজ সুপ্রিম কোর্টে জানিয়েছেন, এই মুহূর্তে দেশে অক্সিজেনের প্রচন্ড পরিমাণে দরকার রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এই বিষয়ে আগামীকাল শুনানি হবে। এর পাশাপাশি আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই অক্সিজেন বিষয়ক ইস্যু নিয়ে দিল্লি, মুম্বই থেকে শুরু করে, কলকাতা এবং মধ্যপ্রদেশ সহ একাধিক জায়গায় মামলা চলছে। বিষয়টি অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ তাই সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করছে।
Solicitor General Tushar Mehta, today told Supreme Court that the country is in dire need of oxygen. Supreme Court takes suo motu cognisance on supply of oxygen and essential drugs issue. CJI SA Bobde says that the court will hear the matter tomorrow. pic.twitter.com/MROb7Crvak
— ANI (@ANI) April 22, 2021