জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত স্পাইওয়্যার বিরোধীদের উপর কেন? শাহের ইস্তফা দাবি রাহুলের

জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত স্পাইওয়্যার বিরোধীদের উপর কেন? শাহের ইস্তফা দাবি রাহুলের

নয়াদিল্লি: ফোনে আড়ি পাতা কাণ্ডে সরকারের উপর চাপ বাড়াতে সুর চড়াচ্ছে কংগ্রেস৷ পেগাসাস বিতর্কে সংসদে গান্ধী মূর্তির সামনে আজও বিক্ষোভে দেখান কংগ্রেস সাংসদরা৷ মোদী-শাহকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তিনি বলেন, পেগাসাস ইজরায়েলের তৈরি একটি স্নুপিং সফটওয়্যার৷ ইজরায়েল সরকার এটিকে অস্ত্র বলেই উল্লেখ করে৷ এই অস্ত্র সন্ত্রাসবাদী, অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়৷ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই অস্ত্র ব্যবহার করেছেন ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে৷ বিরোধীদের ফোন ট্যাপ করা হচ্ছে৷ কেন? সুর চড়ান রাহুল৷

 

আরও পড়ুন- বদ্রীনাথ মন্দিরে ইদের নামাজ! VHP, বজরং দলের অভিযোগে চরম উত্তেজনা

কংগ্রেস সাংসদ আরও  বলেন, ‘‘আমার ফোনও ট্যাপ করা হয়েছে৷ এটা আমার নিরাপত্তা বা গোপনীয়তার প্রশ্ন নয়৷ আমি একজন বিরোধী নেতা৷ আমি মানুষের আওয়াজ তুলে ধরি৷ এটা জনতার কণ্ঠের উপর আক্রমণ৷ ’’ তিনি বলেন, ভারতে পেগাসাস অস্ত্রকে রাজনৈতিক ভাবে প্রয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের উপরেও পেগাসাস  প্রয়োগ করা হয়েছে৷ রাফালের তদন্ত বন্ধ করতে পেগাসাসের প্রয়োগ করা হয়েছে৷ নরেন্দ্র মোদীজি এই অস্ত্রকে আমাদের দেশের বিরুদ্ধে প্রয়োগ করেছেন৷ আর গোটা ঘটনার জন্য একটাই দাবি, ‘ইস্তফা’৷ এই ঘটনার পর অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত৷ প্রধানমন্ত্রী বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত৷ কারণ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়া কেউ পেগাসাসে অনুমতি দিতে পারেন না৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন তিনি সবকিছু করতে পারেন৷ কিন্তু সেটা সম্ভব নয়৷ 

আরও পড়ুন- রাজ্যসভায় তুলকালাম, IT মন্ত্রীর পেগাসাস বিবৃতি ছিনিয়ে ছিঁড়ে ফেললেন শান্তনু সেন

সাংবাদিকের প্রশ্নের উত্তরে এদিন রাহুল আরও বলেন, ভারত সরকার যদি এই কাজ না করে থাকে, তাহলে বলতে হয় অন্য কোনও দেশের সরকার নিশ্চিত ভাবে এটা করেছে৷ কারণ পেগাসাস শুধু সরকারকেই দেওয়া হয়৷ অবিলম্বে এই ঘটনার তদন্ত হওয়া উচিত৷ প্রধানমন্ত্রী একবারও পেগাসাসে ফোন ট্যাপ হওয়ার কথা বা তদন্ত করার কথা কেন বলছেন না? বদলে প্রধানমন্ত্রী বলছেন উনি এটা করেননি৷ উনি পেগাসাস কিনেছেন কিনা সেই জবাব তাঁকে দিতে হবে৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =