বদ্রীনাথ মন্দিরে ইদের নামাজ! VHP, বজরং দলের অভিযোগে চরম উত্তেজনা

বদ্রীনাথ মন্দিরে ইদের নামাজ! VHP, বজরং দলের অভিযোগে চরম উত্তেজনা

নয়াদিল্লি:  উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ মন্দিরে ইদের নামাজ নিয়ে তুলকালাম৷ সম্প্রতি এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গোল বাধে৷ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল এই ভিডিয়োকে হাতিয়ার করে তদন্তের দাবি জানায়৷ পুলিশ অবশ্য জানিয়ে দিয়েছে, তাঁদের কাছে এহেন কোনও ঘটনার প্রমাণ নেই৷ তবে বিষয়টি খতিয়ে দেখা হবে৷ প্রসঙ্গত, বকরি ইদের দিনেই এই বিতর্কিত ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷

আরও পড়ুন- রাজ্যসভায় তুলকালাম, IT মন্ত্রীর পেগাসাস বিবৃতি ছিনিয়ে ছিঁড়ে ফেললেন শান্তনু সেন

এই ভিডিয়োটিকে প্রমাণ হিসাবে তুলে ধরে উত্তরপ্রদেশের মন্ত্রী সৎপাল মহারাজের কাছে প্রথমে তদন্তের দাবি জানান বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ৷ কিন্তু সেই অভিযোগ নস্যাৎ করে দেন চামোলির পুলিশ সুপার যশবন্ত সিং চৌহান৷ ভাইরাল হওয়া ভিডিয়ো দেখিয়ে দাবি করা হয়, বদ্রীনাথ মন্দিরে নামাজ পড়েছেন মুসলিম শ্রমিকরা৷ সেখানে কোভিড বিধিও লঙ্ঘিত হয়েছে৷ তবে এই ভিডিয়ো কবেকার সে বিষয়ে কিছু জানা যায়নি৷ তদন্তে অবশ্য এমন কোনও প্রমাণ পায়নি পুলিশ৷ 

পরে পুলিশ সুপার চৌহান জানান, বদ্রীনাথ মন্দির থেকে ১ কিলোমিটার দূরে একটি পার্কিং লট তৈরির কাজ করছিলেন মুসলিম শ্রমিকরা৷ কিন্তু ইদের দিন নিজেদের ঘরে বসেই তাঁরা নামাজ পড়েছেন৷ কোনও ইমামকে ডাকা হয়নি৷ মাইকও ব্যবহার করা হয়নি৷ তাছাড়া কোভিড বিধি মেনে সেদিন ওই শ্রমিকরা নামাজ পড়েছিলেন বলেও জানান পুলিশ সুপার৷ পাশাপাশি এই ধরনের খবরে যাতে স্থানীয় মানুষ কান না দেন সেই আর্জিও জানিয়েছেন তিনি৷ কারণ প্রাথমিক ভাবে এই ঘটনার তদন্ত করে এই অভিযোগের কোনও প্রমাণ পায়নি পুলিশ৷ 

আরও পড়ুন- দৈনিক ভাস্করে আয়কর হানা! ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ বলে মোদীকে একহাত মমতার

পুলিশ জানায়, স্থানীয় এক কনট্রাক্টর হরিন্দর সিংয়ের অধীনে জনা ১৫ মুসলিম শ্রমিক পার্কিং লট তৈরির কাজ করছিলেন৷ তাঁরা নির্মাণ ক্ষেত্রের বাইরে যাননি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 12 =