২০৫০-এ দ্বিগুণ হবে বার্ধক্যের হার, অবসরের বয়স বাড়ানোর আর্জি প্রধানমন্ত্রীকে

২০৫০-এ দ্বিগুণ হবে বার্ধক্যের হার, অবসরের বয়স বাড়ানোর আর্জি প্রধানমন্ত্রীকে

নয়াদিল্লি:  অবসরের বয়স বাড়ানো হোক৷ প্রধানমন্ত্রীর কাছে এমনই প্রস্তাব রাখল অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ৷ পরিষদের যুক্তি, দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটেছে৷ ফলে মানুষের আয়ুও বৃদ্ধি পেয়েছে৷ আরও বেশি দিন কাজ করার ক্ষমতা তৈরি তৈরি হচ্ছে জনগণের মধ্যে৷ এই দিকটি বিবেচনা করে অবসরের বয়স বাড়ানো হোক৷ 

আরও পড়ুন- বিরোধী জোট শক্ত করতে বৈঠক ডেকেছেন সোনিয়া, আমন্ত্রিত মমতাও

বুধবার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়ের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷ ওই রিপোর্টে বলা বয়েছে, ‘‘বর্তমান চাকরি প্রার্থীদের নিয়োগের সঙ্গে আপোশ না করেই অবসরের সময় বৃদ্ধি করা হোক৷ একই সঙ্গে বর্তমান কর্মীদের চাহিদা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক৷’’ এই রিপোর্টে ৫০ থেকে ৬০ বছর বয়সীদের কর্ম দক্ষতা বৃদ্ধির উপরেও জোড় দেওয়া হয়েছে৷  ‘হেল্প এজ ইন্টারন্যাশনালে’র তথ্য বলছে,  ২০১৯ সালে দেশের প্রায় ১৩.৯ কোটি মানুষ ষাটোর্ধ্ব ছিলেন। তা মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ। ২০৫০ সালে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে৷ ভারতের মোট জনসংখ্যার ১৯.৫ শতাংশই ষাটের কোটা পাড় করবেন৷

আরও পড়ুন- এবার ‘খেলা হবে’ ত্রিপুরায়! তৃণমূলে শুরু যোগদানের হিড়িক

জানা গিয়েছে, আমাদের দেশে সবচেয়ে বেশি বৃদ্ধ রয়েছে কেরলে৷ এই দক্ষিণী রাজ্যের ১২.৫ শতাংশ জনগণই ষাটোর্ধ্ব৷ তার পর তালিকায় রয়েছে সমুদ্রে ঘেরা ক্ষুদ্র রাজ্য গোয়া৷ সে রাজ্যে মোট জনসংখ্যার ১১.২ শতাংশ মানুষই বৃদ্ধ৷ এর পর আছে আরও এক দক্ষিণী রাজ্য তামিলনাড়ু৷ সে রাজ্যে মোট জনসংখ্যার ১০.৪ শতাংশই ষাটোর্ধ্ব৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 4 =