বিরোধিতা পাশে ফেলে একজোট রূপা-দোলা! গান গাইবেন অনুষ্ঠানে

বিরোধিতা পাশে ফেলে একজোট রূপা-দোলা! গান গাইবেন অনুষ্ঠানে

নয়াদিল্লি: দুজন দুই মেরুর। একজন বিজেপি সাংসদ এবং অন্যজন তৃণমূলের। দু’জনের মধ্যে বিরোধিতা থাকবে, বিবাদ হবে, এটাই স্বাভাবিক। সম্প্রতি তা হয়েছেও। রামপুরহাটের ঘটনা নিয়ে সংসদে দুজনের মধ্যে বচসা তীব্র হয় সংসদে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ার নয়। কিন্তু শোনা এই বিরোধিতার বরফ আপাতত গলছে। কারণ দু’জন সাংসদ গান গাইতে চলেছেন! ব্যাপারটা কী?

আরও পড়ুন- অটোচালক থেকে মেয়র! শপথ নিতে এলেন অটো চালিয়েই, সরবাননের জীবন যেন চিত্রনাট্য

না কোনও রাজনৈতিক টানাপড়েন নয়। আসলে রাজ্যসভার বিদায়ী সাংসদদের জন্য বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে তাদের উদ্দেশে গান গাইবেন এই দুই সাংসদ। সেই কারণেই গানের মহড়া চলছে সংসদের অ্যানেক্সিতে, আর একসঙ্গে সেই মহড়ায় অংশ নিয়েছেন দোলা সেন এবং রূপা গঙ্গোপাধ্যায়। তবে কোনও ডুয়েট গান নয়, একক ভাবেই সঙ্গীত পরিবেশন করবেন তারা। তবে মহড়ায় একসঙ্গে অংশ নিয়েছেন এই সাংসদরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর বাসভবনে বিদায়ী সাংসদদের সম্মান জানিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানেই নিজেদের গান পরিবেশন করবেন বিজেপি এবং তৃণমূলের এই দুই সাংসদ। তবে দু’জন ঠিক কী গান গাইবেন তা এখনও স্পষ্ট নয়।

কিছুদিন আগেই রাজ্যসভায় বগটুই কাণ্ড নিয়ে সরব হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। একদিকে যেমন বাংলার সরকারের সমালোচনা করেন তিনি, অন্যদিকে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন। বলেন, ”আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। গণহত্যা চলছে সেখানে, মানুষ পালিয়ে যাচ্ছে ঘর-বাড়ি ছেড়ে। এই রাজ্য আর বসবাস করার যোগ্য নয়।” তাঁর স্পষ্ট কথা, পশ্চিমবঙ্গে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। এই কথা বলতে বলতেই রূপা গঙ্গোপাধ্যায় কান্নায় ভেঙে পড়েন। তবে আপাতত সেসব অতীত।

আরও পড়ুন- বগটুইয়ে নেই, দিল্লিতে দিলীপ, দলের নির্দেশ, নাকি নিজস্ব মর্জি?

উল্লেখ্য, শুধু রূপা এবং দোলা গান গাইবেন তা নয়। যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শোনা যাচ্ছে তাতে সঞ্চালনা করবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। গিটার বাজাবেন তৃণমূলের অন্য সাংসদ শান্তনু সেন। আবার ডিএমকে দলের সাংসদ তিরুচি শিবা তামিল গান গাইবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 10 =