ফের শুরু হচ্ছে নিয়োগ পরীক্ষা,  নিউ নর্মালে কী কী বদল আনছে PSC?

ফের শুরু হচ্ছে নিয়োগ পরীক্ষা,  নিউ নর্মালে কী কী বদল আনছে PSC?

fae3f29bb54a56b1d524699d0bfcdb14

কলকাতা: করোনা আবহে দীর্ঘ দিন ধরেই রাজ্যে বন্ধ রয়েছে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা৷ সংক্রমণ রুখতে গত মার্চ মাস থেকে জারি করা হয় লকডাউন৷ দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে দেশ আনলকের পথে হাঁটলেও, এখনও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পরিচালিত বিভিন্ন চাকরির পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। মার্চের শেষ থেকে চাকরির পরীক্ষাগুলি বিভিন্ন পর্যায়ে থমকে রয়েছে। পরবর্তী পর্যায়ে কমিশনের তরফে পরীক্ষা ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি প্রকাশ করা হলেও, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তা বারেবারে বাতিল হয়ে যায়৷ অবশেষে রাজ্যে পরিবহণ ব্যযবস্থা কিছুটা স্বাভাবিক হতেই নতুন উদ্যমে পীক্ষার প্রক্রিয়া চালু করল WBPSC। 

আরও পড়ুন- কেন থমকে ২৫ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল? মুখ্যমন্ত্রীকে চিঠি

ইটিভি ভারতের রিপোর্ট অনুযায়ী, গত মাসে ১২ এবং ১৮ তারিখে নতুন করে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে WBPSC৷ সেই সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর থেকে পর পর লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ২২ নভেম্বর মোট চারটি পরীক্ষা নেওয়া হবে।  প্রথম অর্ধে হবে ইএসআই হাসপাতালে ওয়ার্ড মাস্টার গ্রেড-থ্রি পদের পরীক্ষা৷ দ্বিতীয় অর্ধে পরীক্ষা হবে মোটর ভেহিকেল ইনস্পেক্টর, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য লাইব্রেরিয়ান, সরকারি ডিগ্রি কলেজের জন্য লাইব্রেরিয়ান- পোস্টের জন্য৷ তবে নিউ নর্মালে কীভাবে পরীক্ষাগুলি পরিচালনা করবে WBPSC ? নিয়মের ক্ষেত্রে কী কোনও পরিবর্ন আনা হচ্ছে? আগামী দিনে নির্ধারিত সূচি মেনে পরীক্ষা নেওয়া হবে তো? সেই সকল প্রশ্নের উত্তর ইটিভি ভারত-কে দিলেন WBPSC-র চেয়ারম্যান দেবাশিস বোস। তিনি বলেন,  “আমরা একটা সূচি প্রকাশ করলেও, সবসময় তা মেনে পরীক্ষা নেওয়া সম্ভব হবে, সেটা কিন্তু নয়৷ প্রার্থীরা যাতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে সেটাই লক্ষ্য৷ তাঁদের সুবিধার জন্যই একটা সম্ভাব্য তারিখ জানানো হয়৷  লকডাউন হওয়ার আগে পর্যন্ত আমরা চেষ্টা করেছি সম্ভাব্য তারিখেই পরীক্ষার আয়োজন করতে। কিন্তু লকডাউনের পর এই বিষয়টা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়‌।’’ তিনি আরও বলেন, ‘‘স্কুল-কলেজ বন্ধ রয়েছে৷ আমরা কোথায় পরীক্ষা নেব? পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক না হলে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছবেন কী করে? আমরা শেষ যে সময় সূচি প্রকাশ করেছিলাম, তাতে আমরা ধরে নিয়েছিলাম যে নভেম্বরের শেষ থেকে পরিবহণ ব্যিবস্থা স্বাভাবিক হবে। এখন ট্রেনও চলতে শুরু করেছে৷ একটু অসুবিধা হলেও পরীক্ষার্থীরা আসতে পারবেন বলেই আমরা আশা করছি৷’’

আরও পড়ুন- পূর্ণ শিক্ষকের মর্যাদা চেয়ে আটক বহু পার্শ্বশিক্ষক, পুলিশি বাধার প্রতিবাদে নিন্দা শিক্ষক মহলে

নিউ নর্মালে পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে৷ সকল প্রার্থী এবং পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সকলকেই বাধ্যেতামূলক ভাবে মাস্ক পড়তে হবে। তবে প্রার্থীর পরিচয় যাচাইয়ের জন্য পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় অথবা পরীক্ষার হলে একবার মাস্ক খুলতে বলা হবে। প্রতিটি কেন্দ্রে যত জন পরীক্ষার্থী থাকবে তার ১০ শতাংশ ৩ প্লাই মাস্ক রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথ, পরীক্ষার ঘর, টেবিল, চেয়ার, শৌচাগার সবকিছু পরীক্ষার একদিন আগেই জীবাণুমুক্ত করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রার্থীদের হাত জীবাণুমুক্ত করার জন্য স্যনিটাইজারের বন্দোবস্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রার্থীরা নিজস্ব স্যানিটাইজারও আনতে পারবেন। তবে তা স্বচ্ছ বোতলে আনতে হবে৷ পরীক্ষার এক ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে প্রবেশ পথ৷ ভিতরে ঢুকে সোজা নির্ধারিত ঘরে চলে যেতে হবে প্রার্থীদের৷ ক্যাম্পাসে ঘোরাঘুরি করা যাবে না৷ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই পরীক্ষাকেন্দ্রে ঢোকার ব্যবস্থা করতে হবে৷ এর জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ থাকবে৷ পরীক্ষা দেওয়ার সময় কোনও প্রার্থীর ঘন ঘন হাঁচি, কাশি হলে বা শ্বাসকষ্ট দেখা দিলে অবিলম্বে তাঁকে অন্য রুমে পাঠানো হবে। আলাদাভাবে বসেই পরীক্ষা দেবেন তিনি৷ 

আরও পড়ুন- ১৬ হাজার শিক্ষক নিয়োগ-সহ TET পরীক্ষার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী দিনে কী কী পরীক্ষা রয়েছে WBPSC-র৷ দেখা নেওয়া যাক-

* আগামী ২৫ নভেম্বর প্রথমার্ধে পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যামনার ও ডাইরেক্টরেট অফ বয়লারে ফিটার, হেল্পার এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদের জন্য৷ দ্বিতীয়ার্ধে হবে ডাইরেক্টরেট অফ বয়লারে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল) ও এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদের জন্য নিয়োগের পরীক্ষা৷ 
* ২৯ নভেম্বর মোট পাঁচটি পরীক্ষা রয়েছে। প্রথম অর্ধে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (অ্যাসিস্ট্যা ন্ট ইঞ্জিনিয়র সিভিল) এবং দ্বিতীয়ার্ধে ইএসআই হাসপাতালের ডায়ালিসিস টেকনিশিয়ান, ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার ও ডাইরেক্টরেট অফ সিঙ্কোনায় বোটানিস্ট পদে নিয়োগ পরীক্ষা৷ 
* ৬ ডিসেম্বর ক্লার্কশিপ পার্ট-টু-র পরীক্ষা৷ 
* ১০ ও ১১ ডিসেম্বর ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ২০২০-র মেন পরীক্ষা৷ 
* ১২ এবং ১৩ ডিসেম্বর হবে আইসিডিএস সুপারভাইজারের মেন পরীক্ষা৷ 
* ১৪ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ফের নেওয়া হবে ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ২০২০-র মেন পরীক্ষা ।
* ২৭ ডিসেম্বর আছে উদ্যান পালন প্রযুক্তি সহায়কের পরীক্ষা৷ 
* আগামী বছর ৩০ ও ৩১ জানুয়ারি এডব্লিউ ওয়ার্কার্সের থেকে আইসিডিএস সুপারভাইজার অন প্রমোশন, ১৪ ফেব্রুয়ারি মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হবে৷
* ২৭ ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত WB A & AS (মেন) ২০১৯ এবং ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত WBCS এগজিকিউটিভ ২০২০-র মেন পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে WBPSC-র৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *