কলকাতা: ভোটের গরম হাওয়া এবার টলিউডের অন্দরে৷ জল্পনা উস্কে সরস্বতী পুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ তবে কি এবার পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ? মঙ্গলবার সন্ধ্যা উস্কে দিয়ে গেল সেই জল্পনাই৷
আরও পড়ুন- ‘মা কিচেনে’ আধখানা ডিম! প্রথম দিনেই গুরুতর অভিযোগ চন্দননগরে
গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর লেখা নিজের বইখানি উপহার দেন টলিউডের ‘ফার্স্ট ম্যান’-কে৷ বইটির নাম ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’৷ উপহার দেওয়ার সময় ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন তাঁরা৷ কিন্তু তাঁদের এই সাক্ষাতে জল্পনার পারদ চড়তে শুরু করে রাজনীতির আঙিনায়৷ অভিনেতা এবার গেরুয়া শিবির যোগ দিচ্ছেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোড় গুঞ্জন৷
গত দশ বছরে দেখা গিয়েছে বলিউডের অন্দরে তৃণমূলের রাজ৷ একাধিক অভিনেতা-অভিনেত্রী হাতে তুলে নিয়েছিলেন তৃণমূলের পতাকা৷ এবার সেই রাজপাটে হানা দিতে চলেছে গেরুয়া ব্রিগেড৷ জানা গিয়েছে, বিজেপি’র নজরে রয়েছে টলিউডের বেশ কয়েকজন ‘মাথা’৷ সম্প্রতি বেশ কয়েকবার বিজেপি’র সংস্পর্শে এসেছেন বুম্বা দা৷ তবে তিনি নিজের মুখে কোনও দিনই সক্রিয় রাজনীতিতে যোগদানের কথা বলেননি৷ ২০১৯ সালে লোকসভা ভোটের আগে দিল্লিগামী বিমানে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে৷ সেই সময়েও মাথাচাড়া দিয়েছিল তাঁর বিজেপি যোগের জল্পনা৷ উল্লেখ্য বিষয় হল, সেই সময়েই আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বুম্বা দা৷ তার পর থেকেই নবান্ন থেকে দূরত্ব বাড়তে শুরু করে তাঁর৷ প্রসেনজিৎ-এর ছেড়ে দেওয়া পদে অভিষেক হয় রাজ চক্রবর্তীর৷
আরও পড়ুন- পুরোহিত নয়, ‘অ-হিন্দু’ সামিয়ার সরস্বতী বন্দনা!
এক বছর পর ফের বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে জল্পনার হাওয়া৷ প্রসেনজিৎ-এর বাসভবনে দেখা গেল অনির্বাণ চট্টোপাধ্যায়কে৷ তিনি আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের অন্যতম মাথা৷ এর আগে ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সরকারি অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ৷ অবশ্য অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, এটা ছিল সরকারি অনুষ্ঠান৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ যদিও তাঁদের যুক্তি মানতে নারাজ রাজনীতির কারবারিরা৷ জানা গিয়েছে, বিজেপি’র নজরে নাকি রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ তালিকায় রয়েছেন রায়দীঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ও৷