কলকাতা: প্রয়াত শান্তিনিকেতনের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। শান্তিনিকেতনে বিশ্বভারতী সঙ্গীত ভবনের অধ্যাপনার পাশাপাশি অধ্যক্ষের পদও অলংকৃত করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা শান্তিনিকেতন তথা বাংলার শিল্পী মহল জুড়ে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন- বলিউডে ভূতের ছায়া! কখনও দিপীকা, কখনও অনুষ্কা, পর্দায় ভয় ধরান এই অভিনেত্রীরা
কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান পরিচালক পিনাকী চৌধুরী। সোমবার ভোররাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বিগত একমাস ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। টলিপাড়ায় শোক ছিল তাঁর মৃত্যু নিয়ে। এবার অল্প কিছু দিনের ব্যবধানেই সঙ্গীত জগতের এক শিল্পীকে হারাতে হল বাংলাকে। স্বাভাবিকভাবেই শোকাতুর বঙ্গের শিল্পী জগত।
আরও পড়ুন- কাঞ্চনের বাড়িতে প্রথমবার কালীপুজো, দায়িত্ব সামলাচ্ছেন ‘বন্ধু’ শ্রীময়ী! ধারে কাছে নেই পিঙ্কি