Aajbikel

কাঞ্চনের বাড়িতে প্রথমবার কালীপুজো, দায়িত্ব সামলাচ্ছেন ‘বন্ধু’ শ্রীময়ী! ধারে কাছে নেই পিঙ্কি

 | 
কাঞ্চন

কলকাতা:  আজ শ্যামা পুজো৷ সকাল থেকে দম ফেলার ফুরসত নেই তাঁর৷ বাড়ির পুজোর কাজ সামলেই ছুটতে হবে নাকতলায় বন্ধুর ফ্ল্যাটে৷ সেখানে প্রথম বার কালীপুজোর আয়োজন করেছেন বন্ধু কাঞ্চন মল্লিক৷ 

আরও পড়ুন- ‘খালি চাই চাই.., চাহিদা পূরণ হয়নি বলেই পাগলামিটা বেড়েছে’, সৌমিত্রকে কটাক্ষ সুজাতার


বহু বছর আগে কাঞ্চনের পৈতৃক বাড়িতে কালী পুজো হত। যদিও পরে তা বন্ধ হয়ে যায়। বহু বছর পর ফের নিজের বাড়িতে বড় করে পুজোর আয়োজন করেছেন অভিনেতা-বিধায়ক। আর সেই পুজোয় অনেকটা দায়িত্বই রয়েছে অভিনেত্রী শ্রীময়ীর কাঁধে। তৃণমূল বূধায়কের বাড়ির পুজোয় সামিল হয়েছেন তাঁর প্রতিবেশীরাও৷ আসবেন কাঞ্চনের মাসিরা৷ তবে নিজের কাজটা আগেই বুঝে নিয়েছেন অভিনেত্রী। তিনি নাকি জলে দিয়েছেন, মায়ের সামনে আলপনা দেওয়া আর সাজানোর কাজটা তিনিই করবেন। সেই সঙ্গে এক প্রথমসারির সংবাদমাধ্যমকে শ্রীময়ী এও জানান, কাঞ্চনদা নাকি জানেনই না তিনি চুপিচুপি কিছু বন্ধুদেরও নিমন্ত্রণ করে এসেছেন৷ 

সন্ধে ৬টার মধ্যেই কাঞ্চনের বাড়িতে চলে যাবেন শ্রীময়ী। পুজোর কাজে হাত লাগাবেন। মাকে আজ খিচুড়ি, আলুর দম আর চাটনি দিয়ে ভোগ নিবেদন করা হবে৷ তবে আজ কেমন সাজে দেখা যাবে অভিনেত্রীকে?  শ্রীময়ীর  কথায়, চেনা বামুনের পৈতে লাগে না৷ তবে আজ সন্ধ্যায় কী ভাবে সাজবেন, তা ঠিক করে উঠতেই পারেননি তিনি৷  তবে কাঞ্চনের কালীপুজোয় অনেকটাই আলো করে রয়েছেন শ্রীময়ী৷ সেখানে স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কোনও অস্তিত্বই নেই৷  যদিও অনেক দিন ধরেই হল পিঙ্কি  এবং কাঞ্চন আলাদা থাকেন। ছেলে থাকে মায়ের সঙ্গে৷ তাঁকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না বলেও পিঙ্কির বিরুদ্ধে মামলা ঠুকেছেন কাঞ্চন।

Around The Web

Trending News

You May like