‘খালি চাই চাই.., চাহিদা পূরণ হয়নি বলেই পাগলামিটা বেড়েছে’, সৌমিত্রকে কটাক্ষ সুজাতার

‘খালি চাই চাই.., চাহিদা পূরণ হয়নি বলেই পাগলামিটা বেড়েছে’, সৌমিত্রকে কটাক্ষ সুজাতার

বর্ধমান: রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে৷ দলে  যথাযথ গুরুত্ব পাচ্ছেন না বলেই তাঁর অভিযোগ৷ এই অবস্থায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল৷ প্রকাশ্যে বিজেপি সাংসদকে একহাত নিলেন তিনি৷ বললেন, ‘যাঁরা পদ এবং ক্ষমতার লোভে রাজনীতি করেন, তাঁদের রাজনীতি থেকে দূরে থাকাই উচিত।’ সৌমিত্রকে বিকৃত মস্তিষ্ক বলেও কটাক্ষ করলেন তিনি। 

আরও পড়ুন- চোখে ঘষা কাচের চশমা, আমেরিকার সফল অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন অভিষেক

রবিবাসরীয় সন্ধ্যায় বর্ধমানের মেহেদী বাগানে একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সৌমিত্র প্রসঙ্গে সুজাতা বলেন, ‘‘উনি তো কোথাও গুরুত্ব পান না। যখন যে দলে থাকেন সেই দলকেই পাগল মনে করেন। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উল্টো-পাল্টা কথা বলেছেন। এখন বিজেপি’তে গিয়ে উল্টোপাল্টা বলছেন৷ জানি না সেখানে কতদিন থাকবেন। নিশ্চয় উনি গুরুত্ব না পাওয়ার মত কিছু করেছেন।’ 

সুজাতা আরও বলেন, ‘‘রাজনীতি করছি মানেই আমার পদ চাই। জাগয়া চাই। আমার চাই-চাই-চাই এই মানসিকতা থাকলে আমার মনে হয় রাজনীতি থেকে দূরে থাকাই ভাল। কারণ রাজনীতিটা পাওয়ার জাগয়া নয়। মানুষের জন্য কাজ করার জায়গা। বিশ্বের বড় বড় রাজনীতিবিদদের দেখলেই আমরা বুঝব নিজেদের জায়গায় পৌঁছতে তাঁদের গোটা জীবন চলে গিয়েছে। সেখানে অল্পদিন কাজ করেই সব কিছু পেতে চাইছেন৷ আমার মনে হয় ওঁর কোনও চাহিদা পূরণ হয়নি৷ তাই মস্তিষ্ক বিকৃতি ঘটেছে৷ পাগলামিটাও বেড়ে গিয়েছে।’