Aajbikel

চোখে ঘষা কাচের চশমা, আমেরিকার সফল অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন অভিষেক

 | 
অভিষেক

কলকাতা:  সকাল ৮টা৷ কলকাতা বিমানবন্দরে অবতরণ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিমান৷ গায়ে কালো জামা৷ চোখে কালো ফ্রেমের ঘষা কাচের চশমা৷ বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ চোখের জটিল অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরলেন তিনি৷ 

আরও পড়ুন- সাগর থেকে ৫০০ কিমি দূরে সিত্রাং! সকাল থেকেই বৃষ্টি শুরু কলকাতায়, বইছে ঝোড়ো হাওয়া

চিকিৎসা করিয়ে ২৫ দিন পর দেশে ফিরলেন অভিষেক। গত ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয় তাঁর৷ টুইটারে অস্ত্রোপচারের পরের ছবি পোস্ট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বাম চোখে অস্ত্রোপচার হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কুণাল  জানিয়েছিলেন, অভিষেকের অস্ত্রোপচার সফল৷ তিনি ভাল আছেন। তাঁকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। অস্ত্রোপচারের ১২ দিন পর সোমবার সকালে কলকাতায় ফিরলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ছবিতে দেখা যায় তাঁর চশমার বাম দিকের কাচটি ঘষা। ডান দিকেরটি কাচটি ছিল স্বাভাবিক৷ 


কালীপুজোর আগেই কলকাতায় ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন অভিষেক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় এ বার তাঁকে পুজোয় বসতে দেখা যাবে কি না তা এখনও অজানা৷ ফি বছর কালী পুজোয় যজ্ঞে বসেন অভিষেক। তবে এবার হতে পারে ব্যতিক্রম৷ কারণ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাম চোখে যাতে ধুলো এবং তাপ না লাগে, সে দিকে বিশেষ নজর রাখতে হবে তাঁকে।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় কবলে পড়েন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মারে অভিষেকের গাড়ি৷ গাড়িটে উল্টে গিয়ে একেবারে  দুমড়ে-মুচড়ে যায়৷ গাড়ির ভিতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় অভিষেককে৷ ওই দুর্ঘটনাতেই তাঁর বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়। এর পর থেকেই চোখ নিয়ে ভুগছিলেন তৃণমূল সাংসদ। চিকিৎসার কারণে  একাধিক বার দুবাইও গিয়েছেন তিনি৷ চিকিৎসা হয়েছে সিঙ্গাপুর এবং হায়দরাবাদেও৷ কিন্তু, সুরাহা হয়নি৷ অবশেষে আমেরিকায় গিয়ে সফল অস্ত্রপচার হয় তাঁর৷ 


 

Around The Web

Trending News

You May like