চলতি বছর আর খুলবে না স্কুল, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কার্ফু ঘোষণা

চলতি বছর আর খুলবে না স্কুল, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কার্ফু ঘোষণা

আইজল: এখনও স্বাভাবিক নয় দেশের কোভিড পরিস্থিতি৷ খুদে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় মিজোরাম সরকার৷ তাই এই বছর আর স্কুল খোলার কথা ভাবছে না রাজ্য৷ করোনা সংক্রমণ রুখতে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করল মিজোরাম৷ 

আরও পড়ুন- স্কুল ফি জমা দেওয়ার সময়সীমা আরও একদিন বাড়াল কলকাতার স্কুলগুলি

রাজ্যের শিক্ষামন্ত্রী লালচন্দামা রালটে বলেন, আগামী বছর আমনুমানিক ১৫ জানুয়ারি থেকে স্কুল খোলার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য কার্যনির্বাহী কমিটি৷ যে ভাবে অনলাইন ক্লাস চলছিল, তেমন ভাবে ক্লাস চলবেও বলে জানান তিনি৷  ১৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস চলবে৷ তার পর স্কুলে ছুটি শুরু হয়ে যাবে৷ পরবর্তী অনলাইন ক্লাস হবে ৫ জানুয়ারি থেকে৷ চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত৷ গত ১৬ অক্টোবর দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ক্লাস শুরু করা হয়েছিল৷ কিন্তু বহু ছাত্র করোনা আক্রান্ত হওয়ায়  আট দিনের মধ্যে ফের ক্লাস বন্ধ করে দেওয়া হয়৷ এই পরিস্থিতিতে দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাস ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম বোর্ড অফ স্কুল এডুকেশন৷  

আরও পড়ুন- কৃষক বিদ্রোহে নতি স্বীকার কেন্দ্রের! আলোচনার প্রস্তাব কৃষিমন্ত্রীর

এদিকে রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে নাইট কার্ফু চালু করার কথা ঘোষণা করেছে মণিপুর সরকার৷ সন্ধে ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত কার্ফু থাকবে রাজ্যে৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত ৩১ ডিসেন্বর পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে৷ পণ্যবাহী ট্রাক, কর্তব্যরত আধিকারিক এবং জরুরি পরিষেবাকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ থাঙ্গাল এবং পাওনা বাজারের দোকানগুলি রোস্টার মেনে সোম থেকে শনি পর্যন্ত খোলা থাকবে৷ রবিবার সম্পূর্ণ বাজার বন্ধ রাখা হবে৷ সেই সঙ্গে সামাজিক অনুষ্ঠানে জনসমাবেশের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে৷ ২০ জনের বেশি কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে রাজ্যে ৩,২৪৫ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =