কলকাতা: করোনা আবহে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে স্কুল৷ তবে স্কুল বন্ধ থাকলেও চলছে অনলাইন ক্লাস৷ ফলে মাসে মাসে স্কুল ফি’ও দিতে হচ্ছে অভিভাবকদের৷ কিন্তু বহু অভিভাবকই সময় মতো ফি জমা দেননি৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ৩০ নভেম্বরের মধ্যে বাকি থাকা সেই স্কুল ফি জমা দিতে হবে অভিভাবকদের৷ তবে স্কুল ফি জমা দেওয়ার এই সময়সীমা আরও একদিন বাড়িয়ে দিল কলকাতার অধিকাংশ স্কুল৷ সোমবার গুরুনানক জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি রয়েছে৷ ফলে মঙ্গলবার অভিভাবকরা যাতে ফি জমা দিতে পারেন, সে কথা ভেবেই সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ৷
আরও পড়ুন- সিলেবাস থেকে বাদ পড়েছে বহু গুরুত্বপূর্ণ বিষয়, উদ্বেগ উচ্চশিক্ষায়
অন্যদিকে, যে সকল অভিভাবকরা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ স্কুল ফি জমা দিয়েছেন এবার তাঁদের টাকা ফেরত নেওয়ার পালা৷ কারণ হাইকোর্টের নির্দেশ অনুসারে টিউশন ও সেসন ফি বাবদ ২০ শতাংশ টাকা ছাড় পাবেন অভিভাবকরা৷ এদিন সাউথ পয়েন্ট এবং এমপি বিড়লা ফাউন্ডেশনের মুখপাত্র কৃষ্ণা দামানি বলেন, ‘‘ফি জমা দেওয়ার ডেডলাইন ১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷ অভিভাবকদের কাছ থেকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকা জমা নেওয়া হবে৷ এখনও পর্যন্ত ৫০ শতাংশ অভিভাবক ফি’র বকেয়া টাকা জমা দিয়েছেন৷ সোমবার ছুটি থাকায় ব্যাঙ্কও বন্ধ থাকবে৷ সে কারণেই আরও একদিন ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হল৷’’
আরও পড়ুন- প্রথম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর
অনলাইনে ফি জমা নেওয়ার পাশাপাশি অধিকাংশ স্কুলই পে অর্ডার, ডিমান্ড ড্রাফট এবং স্কুল অফিসে টাকা জমা নেওয়ার ব্যবস্থাও চালু করেছে৷ শুক্রবার সন্ধে পর্যন্ত যে সকল অভিভাবকরা ফি জমা দিয়ে দিয়েছেন তাঁদের নামের তালিকা করা হয়েছে৷ যাঁরা এখনও টাকা জমা দেননি তাঁদের ফোন করে এক দিন সময় সীমা বাড়ানোর কথা জানানো হচ্ছে৷ জানা গিয়েছে অধিকাংশ স্কুই যারা নগদ টাকা জমা নিচ্ছেন তাঁরা সোমবারও অফিস খোলা রাখবেন৷ যাতে অভিভাবকরা ওই দিনও ফি জমা করতে পারেন৷ এর মধ্যে রয়েছে লয়োলা হাই স্কুল৷ অন্যদিকে শহরের ছ’টি লরেটো স্কুলের মধ্যে একমাত্র লরেটো হাউজ শুধুমাত্র অনলাইনে ফি জমা নিচ্ছে৷ বাকি লরেটো স্কুলগুলিতে নগদ টাকা জমা নেওয়া হচ্ছে৷