সিলেবাস থেকে বাদ পড়েছে বহু গুরুত্বপূর্ণ বিষয়, উদ্বেগ উচ্চশিক্ষায়

সিলেবাস থেকে বাদ পড়েছে বহু গুরুত্বপূর্ণ বিষয়, উদ্বেগ উচ্চশিক্ষায়

কলকাতা: আট মাস হয়ে গিয়েছে৷ করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্কুলের দরজা৷ ফলে কিছুটা বাধ্য হয়েই ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমাতে বাধ্য হয়েছে স্কুল শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এই উদ্যোগকে শিক্ষক-শিক্ষিকারা স্বাগত জানালেও বাদ পড়া অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই৷ সিলেবাস কাটছাঁট করতে গিয়ে এমন কিছু অংশ বাদ পড়ে গিয়েছে যা উচ্চশিক্ষায় অপরিহার্য বলেই মনে করছেন তাঁরা৷ এই সকল গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়ায় ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে পড়ুয়াদেরই৷ বিষয়গুলি তাদের কাছে অজানাই থেকে যাবে৷ 

আরও পড়ুন- প্রথম থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর

২০২১ সালে পরীক্ষার সিলেবাস ইতিমধ্যেই প্রকাশ করেছে মাধ্যমিক পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ তবে এখনও পরীক্ষার তারিখ জানানো হয়নি৷ পরীক্ষা যদি পিছিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সিলেবাস কমিয়ে আখিরে ছাত্রছাত্রীদের ক্ষতি হল বলেই মনে করছে অধিকাংশ প্রধান শিক্ষক ও বিষয় ভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা৷ তাঁদের বক্তব্য, বিভিন্ন বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে অনেক আগেই এই ঘোষণা করা উচিত ছিল৷ যে ভাবে সিলেবাস কমানো হয়েছে তাতে বাকি অংশের উপর অতিরিক্ত প্রশ্নের চাপ পড়বে বলে মনে করা হচ্ছে৷ ফলে নম্বর বন্টনের ‘ব্লু প্রিন্ট’ প্রকাশ করার আগে পড়ুয়াদের উঠকণ্ঠিত হওয়াটা স্বাভাবিক৷ 

মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে জৈব রসায়ন, ধাতু বিদ্যা ও অজৈব রসায়নের কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়ার ফলে উচ্চ মাধ্যমিক ও স্নাতকে রসায়ন নিয়ে পড়ার সময় সমস্যার সম্মুখীন হতে হবে পড়ুয়াদের৷ আবার জীবন বিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়েছে অভিব্যক্তি ও অভিযোজন এবং পরিবেশের অধ্যায়৷ শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়গুলি খুবই গুরুত্বপূর্ণ৷ ইতিহাসের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় পুরোপুরি বাদ দেওয়া হয়েছে৷ প্রাকৃতিক ভূগোলেরও বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে৷ ফলে ভূগোল নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে৷ গণিতেও বাদ গিয়েছে ত্রিকোণমিতির বেশ কিছু  গুরুত্বপূর্ণ অংশ৷ অধিকাংশ শিক্ষকই মনে করছেন যে ভাবে  অর্থনীতি, বাণিজ্য এবং গণিতের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় বাদ দিয়েছে তাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে৷ 

আরও পড়ুন- মাধ্যমিকে যেখান থেকে প্রশ্ন আসবে, উচ্চমাধ্যমিক কী কী বাদ? পড়ুন বিস্তারিত

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর কথায়, ‘‘এই বছর টেস্ট পরীক্ষা হচ্ছে না৷ ফেল টেস্ট পেপার দেখে তৈরি হওয়ার সুযোগ পরীক্ষার্থীদের সামনে থাকছে না৷  প্রশ্নের ব্লু প্রিন্ট সামনে রেখে কিছু মডেল প্রশ্ন অবশ্যই প্রকাশ করা উচ্ত মধ্যশিক্ষা পর্ষদের৷’’ আবার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, ‘‘সিলেবাস কমানোয় সাধারণ ছাত্রছাত্রীরা উপকৃত হলেও মেধাবীরা উচ্চশিক্ষায় অসুবিধায় পড়বে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 11 =