কৃষক বিদ্রোহে নতি স্বীকার কেন্দ্রের! আলোচনার প্রস্তাব কৃষিমন্ত্রীর

কৃষক বিদ্রোহে নতি স্বীকার কেন্দ্রের! আলোচনার প্রস্তাব কৃষিমন্ত্রীর

নয়াদিল্লি: অবশেষে কৃষকদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ বিক্ষোভরত কৃষকদের আন্দোলন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী৷

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘কৃষকদের সঙ্গে কেন্দ্র সবসময়ই আলোচনায় রাজি৷ আগামী ৩ ডিসেম্বর কৃষক সংগঠনগুলিকে আমরা আরেকবার আলোচনার জন্য ডেকেছি৷ করোনা ভাইরাস এবং শীতের জন্য আমরা তাঁদের বিক্ষোভ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি৷’’

এদিন উত্তরপ্রদেশের পশ্চিমাংশ থেকে দিল্লি রওনা হন ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা৷ মেরঠ, মোজাফফরনগর, বাগপত, গৌতম বুদ্ধ নগর, থেকে বহু কৃষক গ্রেটার নয়ডা পৌঁছান৷ সেখানেই তাঁদের আটকে দেয় পুলিশ৷

কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে টুইট করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা৷ একইসঙ্গে কৃষক আন্দোলনকে সমর্থন করে আম আদমি পার্টিও৷ তার আগে বৃহস্পতিবার হরিয়ানা সীমানায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত কৃষকদের খন্ডযুদ্ধ তৈরি হয়৷ পুলিশের ব্যারিকেড তুলে নদীর জলে ফেলে দেওয়া হয়৷ পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে৷ তবে কোনভাবেই তাঁদের দিল্লি অভিযান আটকানো যায়নি৷ মধ্যরাতে তাঁদের উপর ফের জলকামান প্রয়োগ করা হয়৷ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার থেকেই সরব হয় কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷ শুক্রবার আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fourteen =