পাগড়িকাণ্ডে সুবিচার চেয়ে রাজভবনে বলবিন্দরের স্ত্রী-পুত্র, জনস্বার্থ মামলা বিজেপি’র

পাগড়িকাণ্ডে সুবিচার চেয়ে রাজভবনে বলবিন্দরের স্ত্রী-পুত্র, জনস্বার্থ মামলা বিজেপি’র

কলকাতা:  বিজেপির নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে খুলে গিয়েছিল বলবিন্দর সিং নামে এক ব্যক্তির পাগড়ি৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন৷ বলবিন্দরের সমর্থনে সরব হন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ তৃণমূল সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি৷ বুধবার বলবিন্দর সিং-এর স্ত্রী এবং পুত্র কলকাতা এসে পৌঁছন৷ বিমান বন্দর থেকে সোজা হাওড়া যান তাঁরা৷ সেখানে বলবিন্দরের সঙ্গে দেখা করার পর পৌঁছন রাজভবনে৷ রাজ্যপালের কাছে সুবিচারের আর্জি জানান তাঁরা৷ 

আরও পড়ুন- কবে, কীভাবে চলবে লোকাল ট্রেন? রাজ্যকে দ্বিতীয় চিঠি রেলের!

প্রসঙ্গত, বিজেপি’র মিছিলে বলবিন্দরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ৷ তাঁকে আতঙ্কবাদী বলে চিহ্নিত করা হয়৷ যদিও তিনি বিজেপি নেতার নিরাপত্তা কর্মী বলে দাবি৷ এদিন বলবিন্দর সিংয়ের স্ত্রী ও পুত্র রাজ্যপালের সঙ্গে দেখা করার পরই টুইট করে তিনি বলেন, ‘‘প্রতিনিধি দলের সঙ্গে বলবিন্দরের স্ত্রী কমলজিৎ কৌর এবং তাঁর পুত্র হর্ষবীর আমার সঙ্গে দেখা করে সুবিচার চেয়েছেন৷ এটা আমার জন্য খুবই কঠিন এক মুহূর্ত৷’’ 

আরও পড়ুন- কলকাতার রাস্তায় কেনাকাটার হিড়িক, সিঁদুরে মেঘ দেখছে পুজো উদ্যোক্তারা

এদিকে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে বিজেপি৷ অভিযোগ, রাজ্য বিজেপি’র শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলা করছে প্রশাসন। ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে  ১৩৮ টি ভুয়ো মামলা করা হয়েছে৷ বিরোধীদের কণ্ঠরোধ করতেই গত দু’বছরে এই মামলা করা হয়েছে বলে অভিযোগ৷  এই মামলাগুলি অন্য রাজ্যে হস্তান্তরের আবেদনও করা হয়েছে৷ তা না হলে রাজ্যের তদন্তকারী সংস্থা ছাড়া দেশের যে কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক৷ কৈলাশ বিজয় বর্গী, মুকুল রায়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, পবন সিং এবং সৌরভ সিং-এর বিরুদ্ধে মামলাগুলি রয়েছে৷ বিরোধী মতকে থামাতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে বলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ এই মামলাটি দায়ের করেছেন রাজ্য বিজেপির সহ আহ্বায়ক অরবিন্দ মেনন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *