থানাতেই চলে পুলিশ দিদিমণির পাঠশালা, অনবদ্য উদ্যোগে পুরস্কৃত ওসি

থানাতেই চলে পুলিশ দিদিমণির পাঠশালা, অনবদ্য উদ্যোগে পুরস্কৃত ওসি

শান্তিনিকেতন: যে শক্ত হাতে অপরাধ দমন করে, সে কলমও ধরে! এক দিকে অপরাধীদের উপর কড়া নজর তাঁর৷ অন্যদিকে, সেই তিনিই হয়ে ওঠেন কচিকাঁচাদের দিদিমণি৷ বীরভূম জেলার শান্তিনিকেতন থানায় চলে পুলিশের পাঠশালা৷ 

আরও পড়ুন- বিহারে উঠল ‘লাল-সুনামি’! অক্সিজেন পাবে বঙ্গের বাম শিবির?

শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এলাকায় প্রায় ১২০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব নাজির হাতে তুলে নিয়েছেন৷ থানাতেই চলে এই শিশুদের ক্লাস৷ দায়িত্ব কস্তুরী ম্যাডামের৷ তাঁর এই অনবদ্য প্রয়াসের জন্য রাজ্যের তরফে তাঁকে ‘বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ পার্সোনেল অ্যাওয়ার্ড’-এ এর জন্য মনোনীত করা হয়েছে৷ আগামী ২০ নভেম্বর তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷ তাঁর এই স্বীকৃতি সম্মানের নতুন পালক জুড়ে দিল বীরভূম জেলা পুলিশের মুকুটে৷ দিন কয়েক আগে এই বীরভূম জেলারই মল্লারপুর থানার মধ্যে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে কম ঝড় ওঠেনি৷ কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বীরভূম জেলা পুলিশকে৷ প্রশ্ন উঠেছিল শিশু বান্ধব পরিকাঠামো নিয়েও৷ সেই বীরভূম জেলারই অপর এক থানায় ওসি ম্যাডামের এই কৃতিত্ব তাঁদের সম্মান অনেকটাই বাড়িয়ে দিল৷ কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়ের ‘বেস্ট চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ পার্সোনেল অ্যাওয়ার্ড’ এর মনোনয়নে অনেকটাই স্বস্তিতে জেলা পুলিশ৷ 

আরও পড়ুন- রাজ্য পাচ্ছে তিনটি নতুন পুলিশ ব্যাটেলিয়ন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘‘শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী এলাকার শিশুদের জন্য অনেক কাজই করেন। থানার মধ্যেই পুলিশ পাঠশালা খোলা হয়েছে৷ যেখানে ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো হয়। পড়ার পাশাপাশি বাচ্চাদের খাওয়াদাওয়ার ব্যবস্থাও রয়েছে৷ পুজোর সময় নতুন পোশাকও দেওয়া হয়। এই কর্মকাণ্ডের জন্যই তাঁকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। তাঁর এই কাজ ও সম্মানে আমরা খুবই খুশি।’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =