বিজেপি’র ‘বি টিম’ ভোট কাটুয়া মিম, তোপ তৃণমূলের

বিজেপি’র ‘বি টিম’ ভোট কাটুয়া মিম, তোপ তৃণমূলের

কলকাতা: বিহারে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মাথা তুলেছে আসাদুদ্দিন ওয়াইসির সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)৷ বিহারের পর মিমের চোখ এখন বাংলার দিকে৷ তারা আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় লড়তে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন ওয়াইসি৷ ফলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ভাবাচ্ছে কংগ্রেসকে৷ চিন্তা একেবারে উড়িয়ে দিতে পারছে না তৃণমূলও৷ কারণ তাঁদের ভোট ব্যাঙ্কে মিম ভাগ বসালে বদলে যেতে পারে ভোটের ফল৷ 

আরও পড়ুন- নজরে সংখ্যালঘু ভোট, পিরজাদা ত্বহার সঙ্গে বৈঠক অধীরের

তবে মিমকে বিজেপি’র ‘বি টিম’ আখ্যা দিয়ে ময়দানে নামতে চাইছে তৃণমূল৷ মিমকে নিয়ে তৃণমূল চিন্তিত নয় বলেই দলীয় নেতৃত্বের দাবি৷ ‘মিম’-কে বিজেপি’র বি টিম বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর৷ তিনি বলেন, ‘‘যেখানে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আছে সেখানে মিম প্রভাব খাটানোর চেষ্টা করছে৷ এর ফলে ফায়দা লুটছে বিজেপি৷ বিজেপি’র সঙ্গে মিমের গোপন বোঝাপড়া রয়েছে৷ তবে বাংলায় তারা বিশেষ লাভ করতে পারবেন না৷ কারণ বাংলায় লড়াইটা হবে তৃণমূল বনাম বিজেপি’র৷ বিজেপি’র হয়ে ভোট কাটাই মিমের কাজ৷ মালদহের সংখ্যালঘুরা নিশ্চই ভুল করবেন না৷’’   

এদিকে সৌগত রায় বলেন, ‘‘ওয়াইসি কী বললেন তার কোনও গুরুত্ব নেই৷ ওয়াইসির পরিচিতি হচ্ছে ভোট কাটুয়া হিসেবে৷ উনি অমিত শাহের হয়ে বিরোধীদের সংখ্যালঘু ভোট কাটেন৷ এটা মনে রাখতে হবে যে উনি তৃতীয় প্রচেষ্টায় বিহারে এই প্রথম পাঁচটা আসন পেয়েছেন৷ উনি হায়দরাবাদ থেকে উড়ে এসে বাংলায় কতটা প্রভাব বিস্তার করতে পারবেন জানি না৷ তবে ওয়াইসির যেটুকু প্রভাব আছে, সেটা উর্দুভাষী মুসলিমদের মধ্যে৷ আর বাংলায় উর্দুভাষী মুসলমানের সংখ্যা মাত্র ১০ শতাংশ৷’’  

আরও পড়ুন- পাখির চোখ বাংলা! নীলবাড়ি দখলে ফের বঙ্গ সফরে অমিত শাহ

এবার বিহার বিধানসভা ভোটে উত্তরবঙ্গ সীমান্ত লাগোয়া বিহারের পাঁচটি আসন জিতেছে আসুদুদ্দিন ওয়াইসির দল৷ আমৌর, কোচাধমন, জোকিহট, বাইসি, বাহাদুরগঞ্জের আসন পেয়েছে মিম৷ তাদের উত্থানে সংখ্যালঘুদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সক্রিয় হচ্ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fourteen =