পাখির চোখ বাংলা! নীলবাড়ি দখলে ফের বঙ্গ সফরে অমিত শাহ

পাখির চোখ বাংলা! নীলবাড়ি দখলে ফের বঙ্গ সফরে অমিত শাহ

কলকাতা: লক্ষ্য ২০২১৷ বাংলা দখলের লক্ষ্যে ইতিমধ্যেই ২০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি শিবির৷ দিল্লি থেকে নেতাদের নিয়ে চলছে নির্বাচনের রণকৌশল বৈঠক৷ সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব দিয়ে আরও শক্তিশালী হচ্ছে বঙ্গ বিজেপির ডিজিটাল বাহিনী৷ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৫ সাংগঠিক জেলায় ৫ দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাঠিয়ে জল মেপে নেওয়ার কৌশলও নিয়েছে বিজেপি৷ এবার উত্তরবঙ্গের পরিস্থিতি বুঝে নিতে আরও এক দফায় বাংলায় আসেন আমিত শাহ৷

চলতি মাসের শেষে বাংলায় আসতে চলেছেন অমিত শাহ৷ প্রাথমিক ভাবে ২৯ নভেম্বর দিনক্ষণ ধরে নেওয়া হলেও সূচি এখনও চূড়ান্ত হয়নি৷ দু’এক দিনের মধ্যে সূচি চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ তবে, দু’এক সপ্তাহের মধ্যে অমিত শাহ যে বাংলায় আসবেন, তা কার্যত নিশ্চিত বলে খবর বিজেপি সূত্রে৷ এবার তাঁর লক্ষ্য হবে উত্তরবঙ্গ৷

এর আগে অমিত শাহের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও আচমকা সেই বৈঠক বাতিল হয়েছিল৷ তবে গিয়েছিলেন জেপি নাড্ডা৷ এবার উত্তরবঙ্গে যাচ্ছেন খোদ অমিত শাহ৷ বাংলাকে পাখির চোখ করে এই মাসের শেষের দিকে অমিত শাহ যেতে পারেন উত্তরবঙ্গে৷ উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর৷ বিজেপির হাত ছেড়ে তৃণমূলের সমর্থনে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন ও অমিত শাহের উত্তরবঙ্গ সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =