নজরে সংখ্যালঘু ভোট, পিরজাদা ত্বহার সঙ্গে বৈঠক অধীরের

নজরে সংখ্যালঘু ভোট, পিরজাদা ত্বহার সঙ্গে বৈঠক অধীরের

কলকাতা: সংখ্যালঘু প্রশ্নে চিন্তায় প্রদেশ কংগ্রেস৷ বিহারে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মাথা তুলেছে আসাদুদ্দিন ওয়াইসির সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)৷ যা কংগ্রেসকে বেশ দুশ্চিন্তায় ফেলেছে৷ এরই মধ্যে আজ অধীর চৌধুরীর নেতৃত্বে ফুরফুরা শরিফে পৌঁছায় কংগ্রেসের প্রতিনিধি দল৷ হুগলির পিরজাদা ত্বহা সিদ্দিকার সঙ্গে বৈঠক করেন তাঁরা৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুল মান্নানও৷ 

আরও পড়ুন- বঙ্গে বিজেপির ‘পঞ্চপাণ্ডব’! নীলবাড়ি দখলে নয়া রণকৌশল বিজেপির

সাম্প্রতিক অতীতে রাজ্যে মুসলিমদের একাংশ কংগ্রেসের থেকে দূরে সরে গিয়েছে বলে জল্পনা মাথা চাড়া দিয়েছে৷ তার উপর চোখ রাঙাচ্ছে মিম৷ সংখ্যালঘু ভোট কংগ্রেসের বাক্সে জমা করতেই এদিন ফুরফুরা শরিফে ছুটলেন অধীর চৌধুরী৷ বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘বঙ্গ রাজনীতিতে ধর্ম নিরপেক্ষ শক্তি হিসাবে আগামী দিনে কংগ্রেস ও বাম জোটবদ্ধ ভাবে লড়াই করতে চাইছে৷ বাংলাকে রক্ষা করার স্বার্থে ধর্ম নিরপেক্ষ শক্তির হাত মজবুত করার প্রয়োজন রয়েছে৷ এর জন্য দুয়া করার কথাই ত্বহা সিদ্দিকে বলেছি৷ অন্য কিছু নয়৷’’ 

আরও পড়ুন- পাখির চোখ বাংলা! নীলবাড়ি দখলে ফের বঙ্গ সফরে অমিত শাহ

এদিকে, বিহারে পাঁচটি আসন পাওয়ার পরই ওয়াইসি বলে দিয়েছেন তাঁর পরবর্তী টার্গেট বাংলা৷ ফলে মিম যদি বাংলার সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাগ বসায় তা কংগ্রেসের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে৷  মিম নিয়ে রাজ্য রাজনীতিতে এখন নানা জল্পনা মাথাচাড়া দিয়েছে৷ সংখ্যালঘু ভোট নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ৷ এই উদ্বেগের মধ্যেই আজ ত্বহা সিদ্দিকির সঙ্গে কংগ্রেসের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ বৈঠকের পর ত্বহা সিদ্দিকি বলেন, ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িক শক্তিকে হঠাতে গেলে কংগ্রেস ও সিপিএম-কে একজোট হয়ে লড়তে হবে৷ তার সঙ্গে আনুসঙ্গিক যে সমস্ত দল রয়েছে, তাদের সকলকে একজোট হতে হবে৷ এক সঙ্গে বসে জোট বেঁধে যদি আমরা লড়াই চালাই তাহলেই সাম্প্রদায়িক শক্তি পরাজিত যাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − six =