অবস্থার উন্নতি হলেও এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, জানাল মেডিক্যাল বোর্ড

অবস্থার উন্নতি হলেও এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, জানাল মেডিক্যাল বোর্ড

ccabc6b199deb23d54830839e24a9255

কলকাতা:  চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও সঙ্কটজনক তিনি৷ গভীর রাতে তাঁর জ্ঞান ফেরে বলে হাসপাতাল সূত্রে খবর৷ রক্তে অক্সিজেনের মাত্রা ও পালস রেট স্বাভাবিক রয়েছে তাঁর৷ সিটি স্ক্যানেও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি৷ কার্বডাই-অক্সাইডের মাত্রা অনেকখানি বেড়ে গিয়েছিল, সেটা এখন স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- অভিষেক গড়ে নাড্ডার সভার  আগেই আক্রান্ত বিজেপি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মেডিক্যাল বোর্ডের পাঁচ সদস্য জানান, ধীরে ধীরে তাঁকে  ভেন্টিলেশন সার্পোর্ট থেকে বার করে আনা হবে৷  যতখানি সম্ভব তাঁকে স্বচ্ছন্দে রাখার চেষ্টা করা হচ্ছে৷ বুদ্ধদেববাবুর হৃদযন্ত্র স্বাভাবিক ভাবে কাজ করছে৷ ভেন্টিলেশনে থাকলেও তাঁর শারীরিক অবস্থা সামান্য উন্নতি হয়েছে৷ প্রবল শ্বাসকষ্ট নিয়ে গতকাল দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ গতকালই পাঁচ জনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল৷ আজ আরও দু’জন চিকিৎসক মেডিক্যাল বোর্ডে যুক্ত হয়েছেন৷ মেডিক্যাল বোর্ডের সঙ্গে পরিবারের তরফে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যর কন্যা সুচেতনা ভট্টাচার্য এবং সূর্যকান্ত মিশ্র৷ 

এদিন সকাল ১১টার মেডিক্যাল বুলেটিনে বলা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক৷ আজ সারাদিন মেকিনিক্যাল ভেন্টিলেশনেই রাখা হবে তাঁকে৷ কী ভাবে ধীরে ধীরে তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে বার করে আনা হবে সেই পরিকল্পনা করা হচ্ছে৷ ঘুমের ওষুধ কমিয়ে দেওয়া হয়েছে৷ শরীরের ইমেজিং পরীক্ষার ফল সন্তোষজনক৷ রক্ত পরীক্ষায় কোনও অস্বাভাবিক জিনিস পাওয়া যায়নি৷ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটোই স্বাভাবিক আছে৷ নিউট্রিশন এবং অন্যান্য সার্পোর্ট থেরাপি চলছে৷ তাঁর শারীরির অবস্থার উপর ক্রমাগত নজর রাখছেন চিকিৎসকরা৷ 

আরও পড়ুন- চাকরি প্রার্থীরা কি অনৈতিক দাবি তুলেছিলেন? কেন মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী? উঠল প্রশ্ন!

বুদ্ধদেববাবুকে হাসপাতালে দেখতে সকালেই পৌঁছে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র৷ তিনি বলেন, গতকাল হাসপাতালে ভর্তি করার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ এখন পরিস্থিতি স্থিতিশীল৷ গতকাল তাঁর শারীরিক অবস্থা বিপজ্জনক অবস্থায় পৌঁছে গিয়েছিল৷ তাঁর চেতনা ফিরেছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *