অভিষেক গড়ে নাড্ডার সভার  আগেই আক্রান্ত বিজেপি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিষেক গড়ে নাড্ডার সভার  আগেই আক্রান্ত বিজেপি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা: দু’দিনের সফরে বঙ্গে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা৷ গতকাল গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে৷ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে পা রাখবেন তিনি৷ কিন্তু নাড্ডা দক্ষিণ চব্বিশ পরগণায় পৌঁছনোর আগেই তৃণমূলের সঙ্গে সংঘাতে জড়াল বিজেপি৷ 

আরও পড়ুন- চাকরি প্রার্থীরা কি অনৈতিক দাবি তুলেছিলেন? কেন মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী? উঠল প্রশ্ন!

দাবি, বিজেপি’র নগর সভাপতি সুরজিৎ হালদারে উপর আক্রমণ চালিয়েছে তৃণমূল কর্মীরা৷ বিজেপি’র সর্ব ভাবরতীয় সভাপতি জেপি নাড্ডা শহরে আসার কয়েক ঘণ্টা আগে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ৷ ডায়মন্ড হারবারে নিউ পোলের সামনে বিজেপি কর্মারী দলীয় পতাকা এবং ব্যানার লাগানোর সময়ই দু’পক্ষের সংঘর্ষ বাধে৷ একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়৷ অভিযোগ, এই দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী৷ বিজেপি’র স্থানীয় সভাপতি সুরজিৎ হালদার বলেন, ‘‘জেপি নাড্ডাজি আসার আগে আমরা দলের পতাকা আর ব্যানার লাগাচ্ছিলাম৷ সেই সময় তৃণমূলের প্রায় শ’খানেক কর্মী আমাদের উপর হামলা চালায়৷ আমাদের খুব বাজে ভাবে মারধর করা হয়েছে৷ আমাকে গুলি করে মারা হবে বলেও হুমকিও দেওয়া হয়েছে৷ আমাদের ১০-১২ জন কর্মী জখম হয়েছেন৷’’ আহত বিজেপি কর্মী ও সুরজিৎ হালদারকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

আরও পড়ুন- আরও বাড়ছে সরকারি ছুটি! মতুয়া গড়ে ফের কল্পতরু মমতা, বহু দাবিতে মান্যতা

অন্যদিকে বিজেপি’র আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল৷ তাদের পাল্টা দাবি, ‘‘তৃণূমূলের বিরুদ্ধে মিথ্যে মামলা আনা হচ্ছে৷ তৃণমূল কখনই এই ধরনের কাজ করে না৷ ওরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছিঁড়ে দেয়৷ ওখানে আমাদের ফ্লেক্স আর ব্যানার ছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রচার করতেই ওই ফ্লেক্স লাগানো হয়েছিল৷ কারণ দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয় সর্বদাই মিথ্যে কথা বলেন৷ বিজেপি এখনও আমাদের নামে মিথ্যে কথা বলছে৷’’

বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ডহারবারে সাংগঠনিক কর্মসূচি করবেন জেপি নাড্ডা৷ ওই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা নেতৃত্বরা৷ সেখান থেকে যাবেন সরিষা রামকৃষেণ মিশন৷ দুপুরে সেখানেই ভোগ গ্রহণ করার কথা তাঁর৷ এর পর মৎস্যজীবীদের সঙ্গেও কথা বলবেন তিনি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =