ঘর গোছাতে শুভেন্দু ‘গড়ে’ যেতে পারেন মমতা, কলেজ মাঠেই সভা!

ঘর গোছাতে শুভেন্দু ‘গড়ে’ যেতে পারেন মমতা, কলেজ মাঠেই সভা!

 

তমলুক: তৃণমূল আজ শুভেন্দুহীন৷ কিন্তু একুশের নির্বাচনের আগে শুভেন্দু ‘গড়’ নন্দীগ্রাম থেকেই ঘর গোছানোর কাজ শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনটাই তৃণমূল সূত্রে খবর৷ জানা গিয়েছে, সম্ভবত নতুন বছর পড়তেই নন্দীগ্রামে পা রাখবেন মুখ্যমন্ত্রী৷ জানুয়ারির গোড়াতেই সেখানে জনসভা করার কথা রয়েছে তাঁর৷  

আরও পড়ুন- শুভেন্দু ‘গেরুয়া’ হতেই ‘মিরজাফর’-এক তকমা, অশান্তির আগুন মেদিনীপুরে

২০০৭ সালে নন্দীগ্রামের জমি আন্দোলনই রাজ্যে পরিবর্তনের পথ তৈরি করে গিয়েছিল৷ ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রাধান্য প্রতিষ্ঠা করে তৃণমূল৷ ২০১৬ সালে নন্দীগ্রাম থেকে জিতেই মন্ত্রী হন শুভেন্দু অধিকারী৷ তবে দীর্ঘ দিনের সম্পর্কে এখন বিষাদের সুর৷ একে একে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বুধবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন শুভেন্দু অধিকারী৷ যদিও পরিষদীয় নিয়ম সংক্রান্ত কারণে এখনও পর্যন্ত তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি বিধানসভার স্পিকার৷ কিন্তু আজ শেষ পেরেক পুঁতে তিনি আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন৷ তাঁর এই দল বদলে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ঘরে বড় সড় ধাক্কা আসতে পারে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা৷ তাই ধস নামার আগেই ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু ‘গড়’-এ পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দুর এই রাজনৈতিক পাল বদলকেই একুশের নির্বাচনে হাতিয়ার করতে চাইছেন দলনেত্রী৷ তাই তাঁর সম্ভাব্য সভাস্থল হতে চলেছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম কলেজ মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- বাংলায় মুখ্যমন্ত্রী হবেন কে? জবাব দিলেন অমিত শাহ

তৃণমূলের জেলা সহ-সভাপতি অখিল গিরি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় আসবেন৷ তবে তাঁর আসার দিনক্ষণ এখনও ঠিক হয়নি৷ ‘‘তিনি ইঙ্গিত দিলেই মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি করতে ঝাঁপিয়ে পড়ব আমরা৷’’ তবে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের মুখে শোনা গেল অন্য কথা৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুরে আসার সম্ভাবনা রয়েছে৷ তবে তিনি নন্দীগ্রামেই সভা করবেন কিনা, তা স্পষ্ট নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =