‘মীরজাফর অ্যান্ড কোম্পানির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে’, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

‘মীরজাফর অ্যান্ড কোম্পানির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে’, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

4963ab7f693158b983331b9a6cbb99d3

কাঁথি:  অধিকারিদের খাসতালুক কাঁথির জনসভা থেকে নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আত্রমণ শানালেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলার রাজনীতির অঙ্গনে চরমে শুভেন্দু-অভিষেক দ্বৈরথ৷ সেই রেশ জিইয়ে রেখে আরও একবার হুঙ্কার ছাড়লেন অভিষেক৷  

আরও পড়ুন- বাংলায় কমেছে স্কুলছুটের সংখ্যা, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

 
এদিন কাঁথির জনসভা থেকে আক্রমণ শানিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজকে কাঁথির মাটিতে বৈপ্লবিক জনবিস্ফোরণ তৈরি হয়েছে৷ এই বিপুল সংখ্যক মানুষ ভোটা বাক্সে তাঁদের অধিকার প্রয়োগ করলে মীরজাফর অ্যান্ড কোম্পানির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে৷’’ 

তিনি বলেন, ‘‘মেদিনীপুরের মাটি সংগ্রামের মাটি, নেতাইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি, গণআন্দোলনের মাটি৷ আর যাই হোক অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে জানে না৷ আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়৷ এই মাটিকে যাঁরা কালিমালিপ্ত করেছে,  কলুষিত করেছে, চূড়ান্ত অবমাননা করেছে তাঁদের বিরুদ্ধে৷ আগামী দিনে তাঁদের মেদিনীপুর থেকে বিতারিত করতে হবে৷ আজকের সভা থেকে সেই ডাক দিয়ে গেলাম৷’’ 

অভিষেকের কথায়, মেদিনীপুরের মানুষ ভোটের বাক্সে তাঁদের জবাব দেবে৷ কড়ায় গণ্ডায় জবাব দেবে৷ ‘‘বিশ্বাসঘাতক, বেইমান যাঁরা মেদিনীপুরের আবেগ, বিশ্বাসকে দিল্লির মালিকদের কাছে বিক্রি করেছে তাঁদের ঝেঁটিয়ে বিদায় করবেন৷’’ তিনি বলেন, ‘‘আরও জোড়ে আওয়াজ তুলুন৷ যে আওয়াজে শান্তিকুঞ্জ যেন থরথর করে কাঁপে৷’’  

আরও পড়ুন- মানুষ একতরফা বিজেপিকে বেছে নিয়েছে, রোড শো প্রসঙ্গে নাড্ডা

অভিষেক বলেন, ২০১৯ সালের ১৪ মে কলকাতার বুকে মেদিনীপুরের অন্যতম বীরপুত্র বর্ণপরিচয়ের শ্রষ্ঠা ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল৷ যার নেতৃত্বে এই কাজ করা হয়েছিল, তাঁর পদলেহন করে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন৷ এর পরও মেদিনীপুরের আবেগ-ঐতিহ্য নিয়ে কথা বলছেন৷ আর যাই হোক মেদিনীপুরের মানুষ শিঁড়দাড়া বিক্রি করতে শেখেনি৷ 

তাঁর হুঙ্কার, ২৫০টির বেশ আসন পেয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন৷ মেদিনীপুরের মানুষের কাছে তাঁর আর্জি,  ‘‘১৬টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতান৷ ওঁদের রাজনৈতিক ভাবে দেউলিয়া করে ছাড়ব, এই দায়িত্ব আমার৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *