ইংরেজবাজার: দু দিনের বঙ্গ সফরে এসে এ দিন প্রথমে মালদহে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পরে ইংরেজবাজারে রোড শো করেন তিনি। সেই রোড শোয়ের জন সমাগম দেখে তিনি মন্তব্য করেন, এই জনসমাগম প্রমাণ করে যে, মানুষ একতরফা বিজেপিকে বেছে নিয়েছে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে ‘পিসি-ভাইপো’ প্রসঙ্গ তুলেও আজ একহাত নেন তিনি।
নাড্ডার কথায়, ‘পিসি-ভাইপো আমাকে স্বাগত করার জন্য রাস্তার পাশে কাটআউটে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। এই বিশাল জনসমাগম প্রমাণ করে মানুষ একতরফা বিজেপিকে বেছে নিয়েছে।’ এই রোড শোতে যে রথ বেরিয়েছে তার উপরে নাড্ডার সঙ্গে রয়েছেন অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতারা। ইংরেজবাজারের ফোয়ার মোড় থেকে রোড শো শুরু হয়েছে। এক কিলোমিটার লম্বা এই রোড শো শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রোড শো। এর আগে সাহাপুর গ্রামে কৃষকদের সঙ্গে বসে শালপাতায় মধ্যাহ্নভোজ সারেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। মালদায় রোড শো শেষ করে নবদ্বীপে যাবেন তিনি।
এদিন আগেই কৃষক সুরক্ষা অভিযানে যোগ দিয়ে নাড্ডা তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বলেন, পশ্চিমবাংলায় কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষি কাজে সহায়তা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধি প্রকল্পে তিনটি কিস্তিতে ২ হাজার করে বছরে মোট ৬ হাজার টাকা কৃষকদের জন্য বরাদ্দ করেছেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জিদ ও অহংকারের বশে প্রধানমন্ত্রীর এই প্রকল্প বাংলায় লাগু হতে দেননি৷ বাংলার ৭০ লক্ষ কৃষককে বঞ্চিত করা হয়েছে৷ এখনও পর্যন্ত ১৪ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা৷ উল্লেখ্য, গত ১০ জানুয়ারি কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করেছিলেন জেপি নাড্ডা৷ ৪০ হাজার গ্রাম সভায় এই অভিযান করা হবে বলেও ঘোষণা করেছিলেন তিনি৷ ইতিমধ্যেই ৩৫ লক্ষ কৃষক এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছেন৷ ৩৩ হাজার গ্রামে তাঁরা পৌঁছতে পেরেছেন বলে জানালেন তিনি।