বেনজির আক্রমণ অভিষেকের, ‘কাঁথির জনসভায় বাংলার সংস্কৃতি’! খোঁচা শুভেন্দুর

বেনজির আক্রমণ অভিষেকের, ‘কাঁথির জনসভায় বাংলার সংস্কৃতি’! খোঁচা শুভেন্দুর

কলকাতা:  অধিকারীদের গড়ে দাঁড়িয়ে এদিন চাঁচাছোলা ভাষায় শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বেনজির ভাষায় আক্রমণ করেন তিনি৷ অভিষেক বলেন, ‘আরে তোর বাপকে গিয়ে বল আমি পাঁচ কিলোমিটারের মধ্যেন দাঁড়িয়ে আছি, কি করবি করে নে যা!’  তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে৷ প্রতিক্রিয়া জানান খোদ শুভেন্দু অধিকারী৷ টুইট করে তিনি লেখেন, ‘‘কাঁথির জনসভা থেকে বাংলা সংস্কৃতি!!’’ 

আরও পড়ুন- ‘ইট-সিমেন্ট কিনতে গেলেও এখানে সিন্ডিকেট ধরতে হয়’, বিস্ফোরক রাজ্যপাল

তৃণমূলের দাবি, বিজেপি নেতারা ভাষা সন্ত্রাস করছে৷ ওদের কোনও সংস্কৃতি নেই৷ ওঁরা বহিরাগত বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না৷  মনিষীদের সম্মান করে না৷ সেই সময় অভিষেকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানান শুভেন্দু৷ প্রসঙ্গত এদিন কাঁথির জনসভায় অভিষেক বলেন, ‘‘’আরে তোর বাপকে গিয়ে বল আমি পাঁচ কিলোমিটারের মধ্যে  দাঁড়িয়ে আছি, যা করার কর৷ আয়৷ হিম্মত আছে? এই মেদিনীপুরে তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যাচ্ছি৷ চার আনার নকুনদানা তার আবার ক্যাস মেমো! আমাকে হুমকি দিচ্ছে৷ আজকে এলাম আগামী দু’মাসের মধ্যে আরও ৫০ বার আসব৷ জামানত বাজেয়াপ্ত করে ছাড়ব৷’’ 

যাঁরা মেদিনীপুরের মান সম্মান, আবেগকে দিল্লিতে বিক্রি করে দিয়েছে তাঁদের কড়ায় গণ্ডায় মানুষ আগামী দিন জবাব দেবে৷ নেত্রী নিজে নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন৷ ১৫ মিনিট বক্তব্য রাখলে ১০ মিনিট ভাইপো ভাইপো করছে৷ আতঙ্ক হয়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী প্রকল্পে বড় চমক! অবশেষে বাড়ছে প্রকল্পের ৩০টি প্যাকেজের খরচ!

এদিন শুভেন্দু অধিকারীকে মির্জাফর বলেও কটাক্ষ করেন৷ অভিষেক বলেন,  ‘‘আজকে কাঁথির মাটিতে বৈপ্লবিক জনবিস্ফোরণ তৈরি হয়েছে৷ এই বিপুল সংখ্যক মানুষ ভোটা বাক্সে তাঁদের অধিকার প্রয়োগ করলে মীরজাফর অ্যান্ড কোম্পানির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে৷’’  

তাঁর কথায়, ‘‘মেদিনীপুরের মাটি সংগ্রামের মাটি, নেতাইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি, গণআন্দোলনের মাটি৷ আর যাই হোক অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে জানে না৷ আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়৷ এই মাটিকে যাঁরা কালিমালিপ্ত করেছে,  কলুষিত করেছে, চূড়ান্ত অবমাননা করেছে তাঁদের বিরুদ্ধে৷ আগামী দিনে তাঁদের মেদিনীপুর থেকে বিতারিত করতে হবে৷ আজকের সভা থেকে সেই ডাক দিয়ে গেলাম৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =