‘ইট-সিমেন্ট কিনতে গেলেও এখানে সিন্ডিকেট ধরতে হয়’, বিস্ফোরক রাজ্যপাল

‘ইট-সিমেন্ট কিনতে গেলেও এখানে সিন্ডিকেট ধরতে হয়’, বিস্ফোরক রাজ্যপাল

কলকাতা:  ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বিস্ফোরক দাবি করেন তিনি৷ রাজ্যপাল বলেন, ‘‘দুটো ইট এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনাকে সিন্ডিকেট ধরতে হবে৷ কী চলছে রাজ্যে?’’ 

আরও পড়ুন- ‘চার আনার নকুলদানা, তার আবার ক্যাশমেমো’, শুভেন্দুর দলবদলের কারণ জানালেন অভিষেক!

তিনি বলেন, সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী হোক বা শিল্পপতি কেউ নিজের ইচ্ছায় চলতে পারে না৷ ইট-সিমেন্ট কিনতে গেলেও সিন্ডিকেট ধরতে হয়৷ রাজ্যপালের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে৷ তাঁর মন্তব্যকে সঠিক বলেই মনে করছে বিজেপি৷ এর আগে বহুবার রাজ্যে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া দল৷ প্রশ্ন তুলেছে তোলাবাজি নিয়ে৷ 

তবে রাজ্যপালের এই অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল৷ তাদের কথায়, উনি অনেক কথাই বলে থাকেন৷ তাতে কিছু আসে যায় না৷ প্রসঙ্গত, এর আগে বহুবার রাজ্য সরকারের সঙ্গে তরজায় জড়িয়েছেন তিনি৷ প্রশাসনের রাজনীতিকরণ করা হয়েছে বলে সুর চড়িয়েছেন৷ রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছে৷ এদিন ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি৷ বললেন, ‘‘এ রাজ্যে নিজের ইচ্ছায় দুটো ইট বা এক বস্তা সিমেন্ট কেনারও সুযোগ নেই৷ এর জন্য সিন্ডিকেট ধরতে হবে৷ সিন্ডিকেট ইস্যুতে রাজ্যপাল আরও বলেন, “সিন্ডিকেটের দেওয়া এক টুকরো কাগজ দেখিয়ে গোটা রাজ্যে কাজ চলছে। এও কি সম্ভব?”  

আরও পড়ুন- ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা’, বাংলায় নয়া স্লোগান নাড্ডার

সিন্ডিকেট ইস্যু তো বটেই এদিন সরকারি কর্মীদের একাংশের উপরেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, ‘‘সরকারি কর্মীদের নিরপক্ষে থাকা উচিত৷ রাজনীতি করা যাবে না। আর রাজনীতি করলে সে কথা ঠিক জায়গায় সময় মতো পৌঁছে যাবে৷ নিজেকে যতই চালাক ভাবুন না কেন৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *