কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিকিৎসা প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র আওতায় বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে খরচের পুনর্মূল্যায়ন করে রাজ্য স্বাস্থ্য দফতর একটি প্রস্তাব গেল রাজ্য সরকারের কাছে। এই প্রস্তাবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউয়ের খরচ সহ প্রায় ৩০ টি প্যাকেজে কমপক্ষে ১০ শতাংশ হারে খরচ বৃদ্ধির প্রস্তাব রাজ্য স্বাস্থ্য দফতর এনেছে বলে জানা গেছে অর্থ দপ্তর সূত্রে।
রাজ্য স্বাস্থ্য দফতরের আনা এই প্রস্তাবে বলা হয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ২ হাজারের বেশি বিভিন্ন চিকিৎসা প্যাকেজ রয়েছে। এছাড়াও এই প্রস্তাবে আরও বলা হয়েছে, আওতাভুক্ত ওই ২ হাজারের বেশি চিকিৎসার মধ্যে ১০০ টি চিকিৎসা বেশি জনপ্রিয় এবং এই ১০০ টি ভিন্ন চিকিৎসার মধ্যে ৩০ টি ভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এই খরচ বৃদ্ধির করা হোক৷
শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে পেশ হয়েছে রাজ্য বাজেট। আর এই বাজেটে রাজ্যের চিকিৎসা প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। কিন্তু অর্থনৈতিক ঘাটতি রয়েছে রাজ্যে বেশ খানিকটা, সঙ্গে রয়েছে নিম্নমুখী কর আদায়ের হিসেব। ফলে রাজ্যের কোষাগারে অর্থের যোগান ক্রমেই কমেছে চলতি অর্থবছরে, বাজেট পেশ করাকালীন এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন প্যাকেজের খরচ নিয়ে বিভিন্ন নামী ও অনামী বেসরকারি হাসপাতাল সহ নার্সিংহোমগুলির মধ্যে আপত্তির সুর মিলেছে বেশ কয়েকমাস ধরেই। এর জেরে ভোগান্তির শিকার হয়েছেন অনেক রোগীও। ফলে এই প্রকল্পের রূপায়ণের রাস্তাটা আরেকটু পরিষ্কার করতে স্বাস্থ্য দফতরের এই প্রস্তাবে রাজ্যের মান্যতা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল।