কুরবান শা হত্যা মামলায় নয়া মোড়, আনিসুরের চাপেরই কি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ভাগ্নের?

কুরবান শা হত্যা মামলায় নয়া মোড়, আনিসুরের চাপেরই কি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ভাগ্নের?

322bc89e006216b4fb86fed10084b16d

কলকাতা: পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা মামলায় নতুন মোড়। কুরবান শা খুনের মামলা চালাতে চান না তাঁর ভাগ্নে জহর আলি শা। এর নেপথ্যে রয়েছে আনিসুর রহমানের  হাত৷ এমনটাই দাবি কুরবান পরিবারের৷ 

আরও পড়ুন-  ‘নন্দীগ্রামের অপর নাম সংগ্রাম, আমি স্ট্রিট ফাইটার’! মনোনয়ন জমা দিয়ে মমতা

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে করুবান শা মৃত্যু সংক্রান্ত মামলা করেছিলেন তাঁর ভাগ্নে জহর আলি শাহ৷ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ এদিকে আজ জহর আলি শা তাঁর আইনজীবীদের মাধ্যমে আালতকে জানান, তিনি আর এই মামলা চালাতে চান না৷ মামলা প্রত্যাহার করে নিতে চান৷ তবে মামলা প্রত্যাহারেস নারাজ মৃত কুরবানের দাদা৷ এমনটাই দাবি আইনজীবীদের৷ প্রধান বিচারপতিকে এই বিষয়ে অবহিতও করেন আইনজীবীরা৷

ইতিমধ্যে কুরবান শা’র পরিবারের বাকি সদস্যরা আদালতকে জানান, জেলবন্দী আনিসুর ও তাঁর সহযোগীরা বিভিন্ন ভাবে জহর আলিকে ভয় দেখাচ্ছে৷ মামলা প্রত্যাহারের জন্য তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে৷ খুনের হুমকি দেওয়া হচ্ছে৷ সেই কারণেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন জহর৷ সেক্ষেত্রে কুরবান শা’র পরিবারের অন্য কোনও সদস্য ফের কলকাতা হাইকোর্টে মামলা করবেন বলেও জানানো হয়েছে৷ এর ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কী সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই দেখার৷ আগামীকাল এই মামলার শুনানি হবে৷ 

আরও পড়ুন- দাঁড়াচ্ছেন না দিলীপ, মমতার বিরুদ্ধে শুভেন্দু হারলে বিজেপির মুখ কে?

প্রসঙ্গত, ২০১৯ সালে দুর্গাপুজোর অষ্টমীর রাতে পাঁশকুড়ার মাইশোরায় দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শা। ওই ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান-সহ ৮ জন বর্তমানে জেলবন্দি। গত মঙ্গলবার খুনের মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে হাইকোর্টের নির্দেশে ফেরে আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ৷ শারীরিক অসুস্থতার জেরে তঁরে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল তমলুক আদালত৷ সেই নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *