কোনও গুণ্ডার হিম্মত হবে না বাংলার মানুষকে রোখার, হুঙ্কার শাহের

কোনও গুণ্ডার হিম্মত হবে না বাংলার মানুষকে রোখার, হুঙ্কার শাহের

গোসাবা:  বাংলাজুড়ে বইছে ভোটের উত্তপ্ত হাওয়া৷ জোড় কদমে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি৷ আজ ফের ভোট প্রচারে এসে উত্তাপ বাড়ালেন অমিত শাহ৷ শব্দবাণে বিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷   

আরও পড়ুন- কেন্দ্রের পাঠানো টাকা গিয়েছে ভাতিজা অ্যান্ড কোম্পানির ঘরে, তোপ শাহের

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘প্রতিটি রাজ্যে বিজেপি সরকার তার প্রতিশ্রুতি রেখেছে। কিন্তু দিদি তাঁর ইস্তেহারে ২৮২টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে ৮২টাও পূরণ করেননি৷ সেই হিসাব দেখাক দিদি৷ আমরা জানি উনি কোনও হিসাব দিতে পারবেন না৷ তবে আপনারা ১ এপ্রিল পদ্মে ভোট দিয়ে সব হিসেব মিটিয়ে দেবেন৷’’ 

এদিন তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনের জন্য উন্নয়ন করা হবে৷ সুন্দরবনে এইমস হবে৷ এর আগেও কেন্দ্র ৫ হাজার কোটি টাকা পাঠিয়েছিল সুন্দরবনের জন্য৷ কিন্তু সেই টাকা লুঠ হয়ে গিয়েছে৷ বিজেপি ক্ষমতায় এলে মৎস্যজীবীদের ৩ লক্ষ টাকার বিমা, আয়ুষ্মান ভারত প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হবে৷ কিন্তু এই টাকা মমতা দিদি আপনাদের কাছে পৌঁছতে দেয় না৷ 

তাঁর হুঙ্কার, কোনও গুণ্ডার হিম্মত হবে না এবার বাংলাকে রোখার৷ বাংলায় পরিবর্তন হবেই৷ নির্ভয় হয়ে ভোট দিন৷ বিজেপিকে ভোট দিয়ে বিজেপি সরকার গঠন করুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনও গুণ্ডা মা-বোনেদের হাত লাগাতে পারবে না৷ 

আরও পডুন-ভোটের মুখে মুর্শিদাবাদে সংযুক্ত মোর্চায় ফাটল, কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বামেদের

দুর্নীতি নিয়েও এদিন  আক্রমণের তীর ছোঁড়েন শাহ৷ তিনি বলেন,  ‘‘অম্পানে টাকা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ কিন্তু সেই টাকা মানুষ পায়নি৷ আম্পানের ১০ হাজার কোটি কোথায় গেল? আসলে সবটাই ভাতিজা অ্যান্ড কোম্পানির পকেটে ঢুকে গিয়েছে৷’’ তাঁর আশ্বাস, চিন্তা নেই৷ মোদীজির পাঠানো এক একটা টাকা উদ্ধার করতে সিট গঠন করা হবে। অপরাধীদের জেলে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =