বুথ মুখী মহিলার পথ আটকে ‘দেখে নেওয়ার’ হুমকি, রিপোর্ট তলব কমিশনের

বুথ মুখী মহিলার পথ আটকে ‘দেখে নেওয়ার’ হুমকি, রিপোর্ট তলব কমিশনের

f7e40c53fe89235474eee339c5320fe1

বিষ্ণুপুর:  বিষ্ণুপুর থেকে উঠে এল ভয়ানক ছবি৷ ভোট দিতে যাওয়ার এক মহিলার পথ আটকে চলল বেপরোয়া হুমকি৷ এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি৷ 

আরও পড়ুন-  ভোটে সন্ত্রাস, পথে বসে বিক্ষোভ সওকত মোল্লার! নিশানায় ISF

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত পানকুয়া অঞ্চলের ১২৩ নম্বর বুথে এক মহিলাকে ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়া হয়৷ একটি ফুটেজে দেখা গিয়েছে ওই মহিলাকে রীতিমতো দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন এক ব্যক্তি৷ ওই মহিলা যখন বলেন, কী করবি? তিনি বলেন, কী করব বুঝতে পারবি৷ 

আরও পড়ুন- প্রাণের ভয়, পুলিশের গাড়িতে বুথ ছাড়লেন তৃণমূল এজেন্ট! ‘মহিলা বাহিনী’র হামলা!

গেরুয়া শিবিরের দাবি, এই ব্যক্তি তৃণমূলের সমর্থক৷ গতকাল রাত থেকে বাড়ি বাড়ি গিয়ে তারা সকলকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে৷ ভোট দিতে যেতে বারণ করা হচ্ছে৷ এই হুমকির উপেক্ষা করে যখন ওই মহিলা ভোট দিতে যাচ্ছিলেন, তখন তাঁর রাস্তা আটকে ফের হুমকি দেওয়া হয়৷ এই বিষয়ে বিজেপি কমিশনে অভিযোগ জানিয়েছে৷ এই পরিস্থিতিতে আধাসেনার টহল আরও বাড়ানো উচিত বলেই মনে করছে বিজেপি৷ এখানে পর্যাপ্ত বাহিনী নেই বলে তাৎপর্যপূর্ণ অভিযোগ করেছে গেরুয়া শিবির৷  এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করলে নির্বাচন কমিশন৷ অভিযোগ জানিয়েছে বামেরা৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *