নজরে হাওড়া! নন্দীগ্রামের আদলে ভোট পরিচালনায় অতিরিক্ত IPS-কে দায়িত্ব কমিশনের

নজরে হাওড়া! নন্দীগ্রামের আদলে ভোট পরিচালনায় অতিরিক্ত IPS-কে দায়িত্ব কমিশনের

কলকাতা: রাত পোহালেই রাজ্যে ভোট। ভোট হবে চতুর্থ দফার৷ ভোট রয়েছে হাওড়াতেও৷ এবার কমিশনের নজরে রয়েছে এই জেলা৷ তাই হাওড়াতে ভোট পরিচালনায় অতিরিক্ত আইপিএসকে দায়িত্ব দিল কমিশন৷ নন্দীগ্রামেও অতিরিক্ত আইপিএস-কে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ এবার সেই আদলেই হাওড়ায় অতিরিক্ত আইপিএস অজিত সিং যাদবকে দায়িত্ব দিল কমিশন৷ সুষ্ঠ ভাবে ভোট পরিচালনা করার জন্যই এই পদক্ষেপ কমিশনের৷     

আরও পড়ুন- চতুর্থ দফার ভোটে ২২% প্রার্থীর নামে ফৌজদারি মামলা, ১২টি কেন্দ্রে লাল সতর্কতা!

নন্দীগ্রামের পর কমিশনের নজরে এবার নিশ্চিত ভাবেই হাওড়া৷ হাওড়াতে যে অতিরিক্ত নজর থাকছে সে কথা ইতিমধ্যেই বলা হয়েছে৷ কমিশন মনে করছে চতুর্থ দফায় হাওড়াতে সমস্যা হতে পারে৷ সেই কারণেই আগাম সতর্কতা হিসাবে এই পদক্ষেপ করা হল৷ হাওড়া পিসি-র সঙ্গে জুড়ে দেওয়া হল আরও এক আইপিএস-কে৷ কোনও রকম অশান্তি এড়িয়ে মসৃণ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করানোর জন্যই নির্বাচন কমিশন হাওড়ায় আরও একজন কমিশনার নিয়োগ করল। বর্তমান কমিশনার সি সুধাকরের সঙ্গে আইপিএস অজিত সিং যাদবকে অস্থায়ী ভাবে অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান কমিশনারকে সহায়তা করবেন। এর আগে তিনি নদীয়ার কৃষ্ণনগরের পুলিশ সুপার ছিলেন।

 

আরও পড়ুন- করোনা আক্রান্ত হয়েও প্রচার! রন্তিদেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

এদিকে এই হাওড়াতেও উঠল চাঞ্চল্যকর অভিযোগ৷ হাওড়া দক্ষিণে বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত নাকি করোনা পজেটিভ৷ বলা হচ্ছে করোনা পজেটিভ হওয়া সত্বেও প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছেন তিনি৷ প্রচার করেছন৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার সভাতেও গিয়েছেন৷ তাঁর থেকে অনেকে সংক্রমিত হয়েছে বলেও দাবি করা হচ্ছে৷ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট৷ যদিও তণমূলের অভিযোগ অস্বীকার করেছেন রন্তিদেব৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =