করোনা আক্রান্ত হয়েও প্রচার! রন্তিদেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

করোনা আক্রান্ত হয়েও প্রচার! রন্তিদেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

aa189eef2f69d32d486660e03b57d1dc

হাওড়া: দেশের তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তার মাঝেই চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এবার এই পরিস্থিতির মধ্যে আরও চাঞ্চল্যকর অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ভাইরাস আক্রান্ত হয়ে ও প্রচার করছেন এবং সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন! ইতিমধ্যেই এই অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। তবে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছেন রন্তিদেব সেনগুপ্ত।

জানা গিয়েছে হাওড়া দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থীর এজেন্ট বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। স্পষ্ট জানানো হচ্ছে যে, ভাইরাস আক্রান্ত হওয়ার পরেও ঘুরে বেড়াচ্ছেন তিনি এবং জায়গায় জায়গায় প্রচার করছেন। তৃণমূল দাবি করছে, বিজেপি প্রার্থী যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন সেই রিপোর্ট তাদের কাছে রয়েছে। তা সত্বেও তিনি নিয়ম না মেনে প্রচার করছেন নির্বাচনের। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত জানাচ্ছেন, তৃণমূল কংগ্রেস যোগাযোগ করছে তার সম্পূর্ণ ভুল। তিনি করোনাভাইরাস আক্রান্ত হননি এবং তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কারণ তাদের তরফে এও জানানো হয়েছে, ভাইরাস আক্রান্ত হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এবং বিভিন্ন রোড শোতে অংশগ্রহণ করেছেন রন্তিদেব সেনগুপ্ত। 

বিতর্ক আরো বাড়িয়েছে একই ধরণের দুটি করোনাভাইরাস রিপোর্ট। একি জায়গা থেকে করার টেস্টের পর হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের একটি রিপোর্ট বলছে তিনি করোনাভাইরাস পজিটিভ, আর অন্য একটি রিপোর্ট বলছে তিনি করোনাভাইরাস নেগেটিভ। যদিও হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায় জানাচ্ছেন, তিনি এই বিষয় নিয়ে খোঁজ নিয়ে জেনেছেন যে বিজেপি প্রার্থী করোনাভাইরাস পজিটিভ। তাই স্বাভাবিকভাবে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, গত কয়েক দিনে ভারতে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৪ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে গতকাল একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ‘টিকা উৎসব’ পালন করার বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *