‘যথেষ্ট ব়্যালি হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন’, করোনা মামলায় রায় হাইকোর্টের

‘যথেষ্ট ব়্যালি হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন’, করোনা মামলায় রায় হাইকোর্টের

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা:  ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যে প্রচুর সভা ও ব়্যালি হয়েছে৷ এবার মানুষকে বিচার করতে দিন৷ করোনা সংক্রান্ত মামলা এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির৷ প্রসঙ্গত, রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে সুষ্ঠ নির্বাচন করানোটাই বড় চ্যালেঞ্জ৷  

আরও পড়ুন- প্রচারে বেলাগাম ফিরহাদ, অশ্লীল ভাষায় আক্রমণ বিজেপি’কে, ভাইরাল ভিডিয়ো

মঙ্গলবার করোনা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উদ্বেগ ধরা পড়েছে৷ তিনি বলেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে মিছিল-মিটিং ও সভা হয়েছে৷ এখন মানুষের বিচার করার সময়৷ তাঁদের বিচার করতে দিন৷ পাশাপাশি তিনি নির্বাচন কমিশনকে বলেছেন, এই অতিমারির সময়ে করোনা বিধি মেনে সুস্থ ভাবে নির্বাচন করার জন্য কমিশনের কাছে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে৷ নির্বাচন কমিশন তাঁর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করুক৷ স্বাস্থ্যবিধি মেনে ভোট করাতে যাবতীয় পদক্ষেপ করতে হবে কমিশনকে৷ এর জন্য প্রয়োজনায় সব রকম সাহায্য করবে রাজ্য সরকার৷ আদালত আরও জানায়, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর নীতিগত সিদ্ধান্ত নেওয়া যায় না৷ তাই পুরোটাই এখন নির্বাচন কমিশনের দায়িত্ব৷ 

আরও পড়ুন- ঘাটতি মেটাতে চলবে ‘অক্সিজেন এক্সপ্রেস’! ঘোষণা রেলের

এদিকে রাজ্য সরকারের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, কেন রাজ্যের এখন কিছু করার নেই, কেনই বা তারা কিছু করতে পারবে না? আগামী বৃহস্পতিবার সেই ব্যাখ্যা দিতে হবে লিখিত ভাবে৷ উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে বাকি থাকা তিন দফার ভোট এক দিনে করার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমচা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় কমিশন৷ বরং তারা প্রচারের সময়ে কাটছাট করে দিয়েছে৷ ভোটের ৭২ ঘণ্টা আগে সভা শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =