প্রচারে বেলাগাম ফিরহাদ, অশ্লীল ভাষায় আক্রমণ বিজেপি’কে, ভাইরাল ভিডিয়ো

প্রচারে বেলাগাম ফিরহাদ, অশ্লীল ভাষায় আক্রমণ বিজেপি’কে, ভাইরাল ভিডিয়ো

কলকাতা: একুশের ভোটের তপ্ত হাওয়ায় ক্ষিপ্র বেগে ছুটছে শব্দবান৷ রাজনৈতিক নেতারা চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন একে অপরকে৷ ষষ্ঠ দফা ভোটের আগে বইছে গরম হাওয়া৷ তার মাঝেই প্রকাশ্যে ফিরহাদ হাকিমের বিস্ফোরক মন্তব্য৷ যা নিয়ে কোলপাড়া রাজ্য রাজনীতি৷

আরও পড়ুন- মাস্ক না পরলেই গ্রেফতার! কলকাতাজুড়ে চলছে পুলিশি অভিযান

কলকাতা বন্দর তৃণমূলের অন্যতম শক্ত ঘাটি হিসাবেই পরিচিত৷ এটাই রাজ্যের পুর ও নগরোন্নন মন্ত্রী ফিরহাদ হাকিমের খাসতালুক৷ একুশের ভোটেও তিনি এই কেন্দ্রের প্রার্থী৷ নিজের কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন তিনি৷ সেই প্রচারের মাঝেই বেফাঁস মন্তব্য প্রাক্তন মেয়রের৷ কোকেন কাণ্ডে ধৃত রাকেশ সিং তাঁর ফেসবুক পোস্টে ভিডিয়োটি পোস্ট করেন৷ আর পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় ভিডিয়ো৷ ওঠে বিতর্কের ঝড়৷ 

প্রসঙ্গত, এদিন বন্দর এলাকাতেই প্রচার চালাচ্ছিলেন ফিরহাদ হাকিম৷ রাকেশ সিংয়ের পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যায়, কাউকে দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি৷ তাঁকে দেখা মাত্র অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকেন৷ এখানেই শেষ নয়৷ সভায় উপস্থিত বাচ্চা ও মহিলাদের সামনেই বিজেপি’র বিরুদ্ধে বেলাগাম ভাষায় আক্রমণ শানান তিনি৷ আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে থাকেন৷ পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করার হুঙ্কারও দেন তিনি৷ 

আরও পড়ুন- উত্তপ্ত পাহাড়, বিমল গুরুং-বিনয় তামাং গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র

তৃণমূল বারবার বিজেপি’কে বহিরাগত বলে তোপ দেগেছে৷ তারা বাংলার সংস্কৃতি বোঝে না বলেও সুড় চড়িয়েছে৷ কিন্তু সেই তৃণমূল নেতার গলাতেই এমন ভাষা শুনে অনেকেই ধিক্কার জানিয়েছেন৷ এই ভাষা প্রয়োগ করে ফিরহাদ হাকিম কি বাংলার সংস্কৃতি রক্ষা করছেন? পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি৷ গেরুয়া শিবিরের অভিযোগ, এই ভাষা প্রয়োগ করে হুমকি দিচ্ছেন ফিরহাদ৷ তাঁরা এই বিষয়ে কমিশনের হস্তক্ষেপও দাবি করেছে৷         

এ প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের গরু এখন হারিয়ে গিয়েছে। চাষির গরু হারালে টালমাটাল হয়ে পড়ে৷ তেমনই মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতা মন্ত্রীরা কী বলছেন, তার ঠিক নেই। ভোট যত এগোচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাওয়ায় হতাশ হয়ে এসব বলছেল৷ উনি ওখানকার সংখ্যালঘুদের উত্তপ্ত করার চেষ্টা করছেন৷ বলছেন বিজেপিকে মারো, কাটো। কিন্তু কেউ ওনার সঙ্গে নেই।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 13 =