লোকাল বন্ধ থাকলেও আগামী সপ্তাহ থেকে ছুটবে মেল-এক্সপ্রেস, জানাল রেল

লোকাল বন্ধ থাকলেও আগামী সপ্তাহ থেকে ছুটবে মেল-এক্সপ্রেস, জানাল রেল

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ হয়েছে গোটা দেশ৷ ধাক্কা এসেছে বাংলার উপরেও৷ এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বন্ধ ছিল মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা৷ তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফের মেল ও এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল৷ বুধবার রেল কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন পূর্ব রেলের জিএল মনোজ যোশী৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে সমস্ত মেল  ও এক্সপ্রেস ট্রেন চালানো হবে৷ তিনি জানান, হাওড়া সহ অন্যান্য জায়গা থেকে দূরপাল্লার ট্রেনের চাহিদা ক্রমশ বাড়ছে৷ সেই চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, পাঁচিল ভেঙে ফোর্টউফলিয়ামে ঢুল বাস, গুরুতর আহত ১২

দেশের ভিতর ট্রেন চললেও, এখনই বাংলাদেশ মৈত্রী বন্ধন এক্সপ্রেস চালানো হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ একই ভাবে কবে থেকে লোকাল ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়েও কোনও তথ্য দিতে পারেনি রেল কর্তৃপক্ষ৷ কারণ আপাতত ট্রেন চালাতে নারাজ রাজ্য সরকার৷ বিভিন্ন জায়গা থেকে লোকাল চালানোর দাবি উঠলেও সংক্রমণের কথা মাথায় রেখে বন্ধই রাখা হয়েছে পরিষেবা৷ তবে হাওড়া ও শিয়ালদার সব শাখাতেই বাড়ানো হয়েছে স্টাফ স্পেশাল৷ বেড়েছে স্পেশাল ট্রেনও৷ এর আগে লোকা ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছিল রেল৷ কিন্তু তাতে সায় দেয়নি রাজ্য৷ ১৫ জুনের আগে লোকাল ট্রেন চালু করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে নামেছে সরকারি বাস, দেখা নেই বেসরকারির, ভোগান্তি যাত্রীদের

লোকাল ট্রেন প্রসঙ্গে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, কারও কারও অসুবিধা হচ্ছে জানি৷ কিন্তু ট্রেন চালালে কোভিড আরও বাড়বে৷ তখন কে দেখবে? যে বিধি নিষেধ লাগু রয়েছে তা কোভিডকে ঠেকানোর জন্যেই৷ তিনি আরও বলেন, অন্যান্য রাজ্যে লকডাউন হয়েছে, কার্ফু হয়েছে৷ আমাদের এখানে তেমন কিছুই হয়নি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =