রাজ্যের অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই, হাইকোর্টে জোড় ধাক্কা শুভেন্দুর

রাজ্যের অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই, হাইকোর্টে জোড় ধাক্কা শুভেন্দুর

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জেড ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি৷ কিন্তু এর পরেও রাজ্য পুলিশের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ এই মামলায় হাইকোর্টে ধাক্কা খেলেন বিরোধী দলনেতা৷ 

আরও পড়ুন- ফের ভোট বঙ্গে, ‘ভাগ্য পরীক্ষা’ মুখ্যমন্ত্রীর! সম্মতি নির্বাচন কমিশনের!

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই রাজ্য পুলিশের নিরাপত্তা পেতেন শুভেন্দু৷ গত ১৮ মে তার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়৷ কিন্তু শুভেন্দুর নিরাপত্তা সরানো হল কেন? এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ৷ জবাবে রাজ্য জানায়, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা৷ তাঁর প্রাণনাশের হুমকি থাকায় তিনি কেন্দ্রীয় সরকারের জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান৷ এই নিরাপত্তা তাঁর জন্য যথেষ্ট৷ এর পরেই আদালতে ধাক্কা খান শুভেন্দু৷ এদিন বিচারপতি শিবকান্ত প্রসাদের সিঙ্গেল বেঞ্চ সাফ জানিয়ে দেয়, জেড ক্যাটাগরির পাশাপাশি নতুন করে রাজ্য সরকারের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই শুভেন্দু অধিকারীকে।  

এদিন রাজ্যের যুক্তির ভিত্তিতে আদালত জানায়, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন৷ তাই এখনই তাঁর বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই৷ অন্যদিকে শুভেন্দু অধিকারীর আইনজীবীর যুক্তি ছিল, বিরোধী দলনেতা হিসাবে রাজ্যর বিভিন্ন প্রান্তে যেতে হয় শুভেন্দু অধিকারীকে৷ সেখানে রাজ্য পুলিশের নিরাপত্তার প্রয়োজন৷ 

আরও পড়ুন- চাপের মুখে সাফাই! শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করলেন তুষার মেহতা

এদিকে শুভেন্দু হাইকোর্টে আবেদন জানানোর পরেই খোঁচ দেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার৷ তিনি বলেছিলেন, একদিকে পশ্চিমবঙ্গ পুলিশের অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা৷ অন্যদিকে, রাজ্য পুলিশেরই নিরাপত্তা চাইছেন শুভেন্দু অধিকারী৷ স্বরাষ্ট্র মন্ত্রকের জেড ক্যাটাগরিতে তিনি সন্তুষ্ট নন৷ সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুরক্ষার দাবি করেছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =