বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা! BA কমিটির বৈঠক বয়কট BJP-র

বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা! BA কমিটির বৈঠক বয়কট BJP-র

2e6ca4600be5cb948b946249db4c8426

 

কলকাতা: এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি (বিএ)-র বৈঠকে বয়কট করার ডাক বিজেপি’র৷ এদিন ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধী দল৷ কিন্তু সেই দাবি খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এর প্রতিবাদেই বিজেপি’র পরিষদীয় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তাঁরা যোগ দেবেন না৷ 

আরও পড়ুন- সরকারি উপেক্ষা নিয়েই Indian Book of Records-এ পুরস্কৃত ‘শবর পিতা’

অধিবেশনের প্রথম দিন থেকেই  রণংদেহী মেজাজে রয়েছেন বিজেপি বিধায়করা৷ ভুয়ো টিকাকে হাতিয়ার করে এদিন বিধানসভায় ঝাঁপাতে চেয়েছিল গেরুয়া শিবির৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শাসক দলকে নিশানাও করেন বিরোধী বিধায়করা৷ আজ শুরু থেকেই তাঁরা চাইছিলেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনা হোক৷ কিন্তু অধ্যক্ষের সাড়া না মেলায় বিএ কমিটির বৈঠক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়৷ 
 

প্রসঙ্গত, বিধানসভা অধিবেশন শুরুর আগে ১ জুলাই বিএ কমিটির যে বৈঠক হয়েছিল, তাতে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিন দলের কোনও সদস্যই বিএ কমিটিতে যোগ দিলেন না৷ বিধানসভার কর্মসূচি ঠিক করার জন্যই মূলত এই বিএ কমিটির বৈঠক। তবে এই বৈঠকে কোনও বিধায়ক থাকবে না বলে জানিয়ে দিয়েছে গেরুয়া শিবির। তাঁদের বক্তব্য, বিরোধীদের কন্ঠরোধ করছে তৃণমূল সরকার। কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না৷

আরও পড়ুন- ‘বঙ্গভঙ্গ’ চাওয়া সেই জন বার্লাই মোদীর নতুন মন্ত্রী! কিসের ইঙ্গিত

অন্যদিকে, পিএসি কমিটির চেয়ারম্যান নিয়েও বিজেপি’র সঙ্গে চলছে ঠাণ্ডা লড়াই৷ মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে পিএসি কমিটির চেয়ারম্যান করতে মরিয়া৷ অন্যদিকে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়িকে এই পদে বসাতে উঠে পড়ে লেগেছে বিজেপি৷ তা নিয়ে সংঘাত তুঙ্গে৷ 

পাশাপাশি বিধান পরিষদ গঠন নিয়েও তৃণমূলকে তুলোধোনা করেছে বিজেপি৷ দিন কয়েক আগে বাঁকা সুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘তৃণমূলের যাঁরা হেরে গিয়েছেন, তাঁদের পিছনের দরজা দিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে৷’’ অবশ্য এর পাল্টা জবাব দেন পার্থ চট্টোপাধ্যায়৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *