দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ মঙ্গলকোটে

দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ মঙ্গলকোটে

ae8fe9dc9612ce2653f9c5a84d1c119e

মঙ্গলকোট: মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে চলল পথ অবরোধ৷ এদিন সকালে ঘুষপাড়ার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা৷ অবরোধ করা হয় বাসস্ট্যান্ড৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মঙ্গলকোট থানার বিশাল পুলিশ৷ পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ ওঠে৷ 

আরও পড়ুন- মন্ত্রিত্ব হারিয়ে মুকুল রায় ও AITC-কে টুইটারে ফলো বাবুলের! জল্পনা বাড়ালেন সাংসদ

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ অফিসাররা জানতে পেরেছেন, প্রতিদিনের মতো সোমবার সন্ধে ৭টা থেকে ৭টা ১৫ নাগাদ কাশেম বাজার থেকে বেড়িয়ে বাইকে করে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন লাখুরিয়ার অঞ্চল সভাপতি অসীম দাস লাখুরিয়া গ্রামেই তাঁর বাড়ি। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাইক থাকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্চ থেকে গুলি করে খুন করা হয়৷ এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলকোট৷ এর পরেই আজ সকালে কাশেম বাজারে অবরোধ করেন তৃণমূল কর্মীরা৷ দোষীদের গ্রেফতারের দাবিতে চলে অবরোধ ও বিক্ষোভ৷ তবে কে বা কারা এই খুন করেছেন, সে বিষয়ে তাঁদের কোনও ধারণা নেই৷ তবে তাঁদের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের পিছনে রয়েছে৷ গতকালের ঘটনায় এখনও উত্তেজনা মঙ্গলকোটে৷

আরও পড়ুন- আজই দলবেঁধে সব চেয়ারম্যান পদে ইস্তফা বিজেপি’র, শুভেন্দুর নেতৃত্বে যাবেন রাজভবন

জানা গিয়েছে, আগে তাঁর সঙ্গে কেউ না কেউ থাকত৷ তবে দিন ১০ ধরে একাই যাতায়াত করছিলেন অসীম দাস৷ মনে করা হচ্ছে, পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁকে৷ এদিকে বিজেপি’র পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *