আজই দলবেঁধে সব চেয়ারম্যান পদে ইস্তফা বিজেপি’র, শুভেন্দুর নেতৃত্বে যাবেন রাজভবন

আজই দলবেঁধে সব চেয়ারম্যান পদে ইস্তফা বিজেপি’র, শুভেন্দুর নেতৃত্বে যাবেন রাজভবন

8973083199f403e8f4790a30e3c2c7a0

কলকাতা: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদে মুকুল রায়েকে বসানোর পর থেকেই তুঙ্গে তরজা৷ আগেই দেওয়া হয়েছিল ইস্তফার হুঁশিয়ারি৷ সেই মতো আজ মঙ্গলবার বিধানসভার বিভিন্ন কমিটি থেকে ইস্তফা দিতে চলেছেন বিজেপি বিধায়করা৷ মুকুল রায়কে নিয়ে মোট ৯টি কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন বিজেপি বিধায়করা৷ কিন্তু পিএসি-তে মুকুলকে মানতে নারাজ বিজেপি৷ কারণ খাতায় কলমে মুকুল রায় বিজেপি বিধায়ক হলেও, তিনি যোগ দিয়েছেন তৃণমূলে৷ 

আরও পড়ুন- ‘বেসুরো’দের নিয়ে নাড্ডার কাছে নালিশ দিলীপের! পদক্ষেপের হুঁশিয়ারি

মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করা হলে সবকটি কমিটি থেকে বিজেপি বিধায়করা ইস্তফা দেবেন বলে আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ জানা গিয়েছে আজ দল বেঁধে পদত্যাগ করবেন আট বিধায়ক৷ আজ সকলকে বিধানসভায় আসতে বলা হয়েছে৷ পদত্যাগের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা যাবেন রাজভবনে৷ বিধানসভার রীতি মেনে মুকুল রায়কে পিএসি’র চেয়ারম্যান করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নালিশ জানাবেন তাঁরা৷ ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষের কাছে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের আবেদনও জানিয়েছেন শুভেন্দু৷ আগামী ১৬ জুলাই তার শুনানি হবে৷ মুকুলকে হঠানোর দাবি আরও জোড়াল করতে, আজ বাকি কমিটিগুলি থেকেই ইস্তফা দিতে চলেছেন বিজেপি বিধায়করা৷ 

আরও পড়ুন- বেড়াতে যাওয়া‌ আর সহজ হবে না সৈকত শহরে, দীঘায় কড়া নিয়ম

বিধানসভার আটটি কমিটিতে যে বিজেপি বিধায়করা দায়িত্ব পেয়েছেন তাঁরা হলেন, মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিলরঞ্জন দে, দীপক বর্মা, বিষ্ণুপ্রসাদ শর্মা, অশোক কীর্তনীয়া ও কৃষ্ণ কল্যাণী৷ টিগ্গা বলেন, ‘‘আমরা সবাই বিধানসভায় যাব৷ সেখানে শুভেন্দু দা যেমনটা বলবেন, তেমনটা হবে৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *