শুভেন্দু অধিকারীকে ‘গো ব্যাক’ স্লোগান, BJP কর্মীদের উপর হামলা, উত্তপ্ত পাঁশকুড়া

শুভেন্দু অধিকারীকে ‘গো ব্যাক’ স্লোগান, BJP কর্মীদের উপর হামলা, উত্তপ্ত পাঁশকুড়া

পাঁশকুড়া:  শুভেন্দু অধিকারীকে ‘গো ব্যাক’ স্লোগান৷ বিজেপি কর্মীদের উপর হামলা পাঁশপুড়ায়৷ গতকাল রাত ৯টা নাগাদ পাঁশকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আক্রান্ত বিজেপি কাউন্সিলার সুকুমার ভুঁইয়াকে দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা৷ ফেরার পথে শুভেন্দুর গাড়ি ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান৷ শুভেন্দু চলে যাওয়ার পর বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে চলে হামলা৷ 

 

আরও পড়ুন- দিলীপ-বার্লার উল্টো সুর লকেট-রাহুলের গলায়, বাংলা ভাগ নিয়ে দ্বিবিভক্ত BJP

অভিযোগ, তৃণমূল কর্মীরাই এই বিক্ষোভের পিছনে রয়েছে৷ শুভেন্দু অধিকারীর কনভয় চাঁপাডালি এলাকা দিয়ে যাওয়ার সময় গো ব্যাক স্লোগান ওঠে৷ শুভেন্দু অধিকারীর পিছনে থাকা কনভয়েও হামলা চালানো হয়৷ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন বিজেপি কর্মী৷ আহতদের তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অন্যদিকে, এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ প্রসঙ্গত, শনিবার দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়েছিলেন পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর৷ সেই সময় তাঁর উপর হামলা চালায় তৃণমূলের লোকজন৷ আক্রান্ত কাউন্সিলার সুকুমার ভুঁইয়াকে দেখতে গিয়েছিলেন শুভেন্দু৷ ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে চলে তুলকালাম৷

বিজেপি’র দাবি, পরিকল্পিত ভাবেই শুভেন্দু অধিকারীর উপর হামলা চালানোর চেষ্টা করেছিল তৃণমূল৷ কিন্তু তারা তাতে সফল হতে না পেরে হামলা চালায় কনভয়ের উপর৷ ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের বাইক৷ অন্যদিকে, এই ঘটনার পিছনে বিজেপি’র গোষ্ঠী কোন্দলকে দায়ি করেছে শাসক দল৷ 

আরও পড়ুন- সরকারি প্রকল্পের নামে নগদ ৫০০টাকা বিলোলেন তৃণমূল নেতা, ভিড়ের চাপে লাটে করোনা বিধি

এদিকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক৷ তিনি বলেন, ‘‘একজন কাউন্সিলারের উপর আক্রমণের ৩৬ ঘণ্টা পর কেন এফআইআর? এই ব্যবস্থা খুবই বিপজ্জনক৷ তালিবান ২৷ এই ব্যবস্থা বন্ধ করতে হলে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে৷’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =