দিলীপ-বার্লার উল্টো সুর লকেট-রাহুলের গলায়, বাংলা ভাগ নিয়ে দ্বিবিভক্ত BJP

দিলীপ-বার্লার উল্টো সুর লকেট-রাহুলের গলায়, বাংলা ভাগ নিয়ে দ্বিবিভক্ত BJP

কলকাতা: বাংলা ভাগের প্রশ্নে দ্বিবিভক্ত গেরুয়া শিবির৷ উত্তরবঙ্গ ভাগের দাবি তুলে ঝড় তুলেছিলেন বিজেপি সাংসদ জন বার্লা৷ আর তাঁকে সমর্থন করে বিতর্কের আগুন ঘি দেন রাজ্য বিজেপি সভাপতি৷ কিন্তু দলের বাকি নেতাদের গলায় একেবারেই ভিন্ন সুর৷ আর এই মত পার্থক্য প্রকট হয়ে উঠল রাখি পূর্ণিমায়৷

আরও পড়ুন- সরকারি প্রকল্পের নামে নগদ ৫০০টাকা বিলোলেন তৃণমূল নেতা, ভিড়ের চাপে লাটে করোনা বিধি

প্রসঙ্গত, গতকাল চুঁচুড়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘রবীন্দ্রমাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি উৎসব পালন করেছিলেন৷ এটাই বাংলার সংস্কৃতি, বাংলার বিচার৷ জন বার্লা বা দিলীপ ঘোষ কী মনে করেন, বলতে পারব না৷ তবে বাংলা কোনও দিন ভাগ হবে না৷’’ আবার প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও বাংলা ভাগ প্রসঙ্গে বলেন,  পৃথক রাজ্যের নীতি বা বঙ্গ ভঙ্গের নীতি বিজেপি কোনও স্তরেই গ্রহণ করেনি। বিজেপি চায় বাংলা অটুট থাকুক৷ 

এর আগে জন বার্লার মন্তব্যের বিরোধিতা করেছিলেন দিলীপ ঘোষও৷ কিন্তু দিন কয়েক আগে তাঁর গলায় শোনা যায় ভিন্ন সুর৷ বার্লাকে পাশে বসিয়ে বলেন, পৃথক রাজ্য গঠনের দাবি অন্যায্য নয়৷ যদিও ওই দিন সন্ধ্যাতেই ফের অবস্থান বদল করে দিলীপ ঘোষ বলেন, ‘‘দলের সিদ্ধান্তই ঠিক৷ না গোর্খাল্যান্ড না উত্তরবঙ্গ৷ বাংলা ভাগ নয়৷ শ্যামাপ্রসাদের বাংলাকেই আমরা সোনার বাংলা করব৷’’

আরও পড়ুন- ত্রিকোণ প্রেম: তরুণীকে উলঙ্গ করে মারধর প্রেমিকের বান্ধবীর! ভিডিও তুললেন পুরুষ বন্ধু

এদিকে বিজেপি’র এই অবস্থানকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি’র অর্থ এখন বিনোদন জনতা পার্টি৷ প্রতিটি বিষয়েই দলের মধ্যে মতভেদ রয়েছে৷ বিজেপি বুঝে গিয়েছে যে বাংলার ভাগ করতে চাইলে মানুষ ওঁদের পাশে থাকবে না৷ কিন্তু অশান্তি পাকানোর জন্যেই দলের একাংশ এই দাবি তুলেছে৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seven =